ভোটার হওয়ার পর NID কার্ড পাওয়া আপনার নাগরিক অধিকার। এখন আর অফিসে গিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না— বাসা থেকেই অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন আপনার ডিজিটাল NID। দেখে নিন কীভাবে মাত্র কয়েকটি ধাপে আপনি পেতে পারেন আপনার ইলেকট্রনিক জাতীয় পরিচয়পত্র (eNID):
যাদের জন্য প্রযোজ্য
-
নতুন ভোটার যাদের NID নম্বর আছে
-
পুরাতন ভোটার যাদের স্মার্ট কার্ড হারিয়ে গেছে বা অনলাইন কপি দরকার
-
সংশোধনের পর আপডেটেড NID কপি দরকার এমন নাগরিক
ডাউনলোড করার ধাপগুলো
১. প্রথমে ওয়েবসাইটে প্রবেশ করুন: https://services.nidw.gov.bd – এই লিংকে যান
২. নিবন্ধন/লগইন করুন
-
যদি আগে অ্যাকাউন্ট না করে থাকেন, তাহলে “নিবন্ধন করুন” অপশনে ক্লিক করুন
-
আপনার NID নম্বর/ফর্ম নম্বর, জন্মতারিখ, এবং ক্যাপচা দিন
-
পরবর্তী ধাপে আপনার মোবাইল নম্বরে OTP যাবে—ওটা দিয়ে ভেরিফাই করুন
৩. প্রোফাইল তৈরি ও যাচাইকরণ
-
নিজের ছবি আপলোড করুন
-
বাবা-মা ও ঠিকানা নিশ্চিত করুন
-
সেলফি এবং NID-এর ছবির মিল নিশ্চিত করতে হবে (ফেস ভেরিফিকেশন)
৪. সফলভাবে লগইন করার পর
-
ড্যাশবোর্ডে গিয়ে “Download eNID” বা “Print NID” অপশন পাবেন
-
সেখানে ক্লিক করে PDF ফরম্যাটে আপনার জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন
গুরুত্বপূর্ণ কিছু শর্ত
-
সঠিক তথ্য না দিলে ফেস ভেরিফিকেশন ফেল করবে
-
একটি মোবাইল নম্বর দিয়ে একাধিক রেজিস্ট্রেশন করা যাবে না
-
যাদের ফেস ভেরিফিকেশন হয় না, তাদের NID অফিসে গিয়ে ছবি তুলতে হয়
কীভাবে জানবেন আপনি ভোটার হয়েছেন কিনা?
-
https://services.nidw.gov.bd/voter_info এই লিংকে গিয়ে নাম, জন্মতারিখ ও বাবার নাম দিয়ে খুঁজুন