১. সমস্যাভিত্তিক গিগ শিরোনাম ও বর্ণনা তৈরি করুন
অনেকেই গিগে শুধু সার্ভিসের নাম দেন – যেমন “I will design a logo”। কিন্তু একজন ক্লায়েন্ট আসলে চায় সমস্যার সমাধান। তাই এমনভাবে শিরোনাম দিন: “I will design a professional logo that builds brand trust”
গিগ বর্ণনায় ক্লায়েন্টের সম্ভাব্য সমস্যা তুলে ধরুন এবং আপনি কীভাবে সেটি সমাধান করবেন তা ব্যাখ্যা করুন। এতে তারা বুঝবে আপনি তাদের প্রয়োজনটা বোঝেন।
২. পোর্টফোলিও দিন, না থাকলে ফেক প্রজেক্ট বানান
ক্লায়েন্ট কাজের নমুনা না দেখলে আস্থা পায় না। যদি পূর্বের কোনো ক্লায়েন্ট কাজ না থাকে, তাহলে নিজের জন্য ৩-৫টি ডেমো প্রজেক্ট বানান।
ডিজাইনার হলে লোগো বা পোস্টার বানিয়ে Behance বা Canva লিংক দিন।
ওয়েব ডেভেলপার হলে GitHub বা Netlify লিংক শেয়ার করুন।
কনটেন্ট রাইটার হলে Google Docs-এ নমুনা আর্টিকেল তৈরি করুন।
৩. ছোট অথচ কাস্টমাইজ প্রস্তাব পাঠান (Upwork-এর জন্য)
আপওয়ার্কে ক্লায়েন্টরা প্রতিদিন শতাধিক প্রস্তাব পান। তাই বড়-বড় কপি-পেস্ট না করে সংক্ষিপ্ত কিন্তু ব্যক্তিগতকৃত প্রস্তাব পাঠান। যেমন: “Hi John, I noticed you need a Shopify product page optimized. I’ve done similar work for a local client – where I reduced bounce rate by 30%. I’ve attached a quick 2-minute audit I did for your current page. Let me know if I can help!”
একটি ব্যক্তিগত টাচ ও দ্রুত মানসিক সংযোগ প্রথম জব পেতে সাহায্য করে।
অতিরিক্ত টিপস:
-
প্রোফাইলে প্রফেশনাল ছবি ও ভালো টাইটেল ব্যবহার করুন।
-
প্রতিদিন সময় দিয়ে ৫–১০টি প্রস্তাব পাঠান (আপওয়ার্কে)।
-
ফাইভারে গিগের জন্য ভিডিও ইন্ট্রো যুক্ত করুন – এটি ক্লিক বাড়ায়।
-
কাজ না পেলেও নিয়মিত অনুশীলন চালিয়ে যান।