নাসিমা আক্তার নিশা। একজন নারী উদ্যোক্তা আন্দোলনের নাম। তিনি দেশের নারীদের সর্ববৃহৎ সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের (উই ট্রাস্ট) সভাপতি। ১৪ লাখ উই সদস্যের কাছে ‘উই জননী’ খ্যাত তিনি।
এবার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আসন্ন নির্বাচনে শমী কায়সার-তমাল পরিষদের ‘অগ্রগামী’ প্যানেলের প্রার্থী হয়েছেন।
দেশের নারী উদ্যোক্তাদের জন্য নিশা যে বিপ্লবের জন্ম দিয়েছেন, তার ধারাবাহিকতা রাখার সুযোগ এবার ই-ক্যাবে। যদিও গত কমিটিতে ই-ক্যাবের জয়েন্ট সেক্রেটারি হিসেবে করোনা মহামারিতেই নিশার উদ্যোগগুলো দেশের ই-কমার্স ইন্ড্রাস্টিকে অনন্য রূপ দিয়েছে। দেশের ৬৪টি জেলার নারীরা করোনায় উই গ্রুপে দেশীয় পণ্যের ক্রয়-বিক্রয়ের মাধ্যমে এক অনন্য নজির স্থাপন করে মহামারিতে টিকে ছিলেন।