করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশ তথা সারা বিশ্ব। করোনার অভিঘাতে বিপর্যস্ত দেশের অর্থনীতি। ইতোমধ্যে বৈদেশিক ও স্বাস্থ্য খাত, সরকারি অর্থায়ন ও মুদ্রা সরবরাহ ব্যবস্থা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে সৃষ্টি হয়েছে একরকম বিশৃঙ্খলা। এই প্রেক্ষাপটে দেশে তথ্যপ্রযুক্তিখাতের অবস্থাও বেশ নাজুক। এই প্রেক্ষাপটে বর্তমান অবস্থা করণীয় নিয়ে কথা বলেছেন দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাতের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবীর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সংবাদকর্মী ও প্রযুক্তিবিশ্লেষক ওয়াশিকুর রহমান