বর্তমান সময়ে সফল উদ্যোক্তাদের মধ্যে সবচেয়ে বেশী যাদের নাম উচ্চারিত হচ্ছে তাদের মধ্যে একজন জিয়া আশরাফ। জিয়া আশরাফ অনলাইন ই-কমার্স (গ্রোসারী শপ) ‘চালডাল ডট কম’ এর ফাউন্ডার ও সিওও (চিফ অপারেটিং অফিসার) হিসেবে কর্মরত রয়েছেন।
২০১৩ সালে প্রতিষ্ঠিত চালডাল ডটকমে জিয়া আশরাফ বনানীর বাসার পাশের এক মুদি দোকান থেকে মুদিপণ্যগুলো বাসায় এনে এনে ছবি তুলে ওয়েবসাইটে দিতেন। ২ জুলাই প্রথম অর্ডার এল, জিয়া নিজেই ডেলিভারি শুরু করলেন। এভাবে ধীরে ধীরে গুদাম ভাড়া নিতে হলো আর কর্মী বাড়তে থাকল।
জিয়া আশরাফ ‘চালডালডটকম’ এর সেবা সম্পর্কে বলেন, আমরা সব সময় সততার সঙ্গে আমাদের ব্যবসা পরিচালনা করে থাকি। আমরা মার্কেটের তুলনায় কম দামে আমাদের পণ্য সরবরাহ করি। অর্ডার করার পর থেকে ১ ঘণ্টার মধ্যে আমরা কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দিয়ে থাকি।
তিনি বলেন আমরা বর্তমানে শুধু ঢাকা সিটিতে আমাদের সেবা প্রদান করতেছি আমরা খুব শীঘ্রই সারাদেশে আমাদের এই সেবা পৌঁছে দিব। আমরা এমন একটি প্রতিষ্ঠান হিসেবে নিজেদেরকে তৈরি করতে চাই যেটা শুধু দেশে নয় দেশের বাইরে মানুষও এটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করবেন ।
চালডাল ডটকম ও জিয়া আশরাফকে মানুষ চেনেন। বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে চালডালে নাম এখন মানুষের মুখে মুখে। এ রকম ব্র্যান্ডকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন জিয়া আশরাফ। এ ছাড়া কর্মসংস্থান সৃষ্টিতেও অবদান রাখছে চালডাল।