বিশ্বের বৃহৎ চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস পণ্য নির্মাতা ফক্সকন। মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল ইনকরপোরেশনেরও প্রধান পণ্য সরবরাহকারী এ প্রতিষ্ঠান।
তাইওয়ানভিত্তিক ফক্সকনের প্রতিষ্ঠাতা বিলিয়নেয়ার টেরি গো এবার চীনের পরিবর্তে প্রতিবেশী দেশ তাইওয়ানে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অ্যাপলকে। খবর ব্লুমবার্গ।
ফক্সকন চীনে স্থাপিত কারখানায় অ্যাপলের গুরুত্বপূর্ণ পণ্য আইফোন উৎপাদন ও সরবরাহের কাজ করে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র-চীনের মধ্যকার বাণিজ্য বিরোধের কারণে প্রতিবেশী দেশ চীনে অ্যাপলপণ্য উৎপাদন নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। দেশটি থেকে উৎপাদিত আইফোন কিংবা অন্য যেকোনো অ্যাপলপণ্য যুক্তরাষ্ট্রে সরবরাহের ক্ষেত্রে অ্যাপলকে অতিরিক্ত আমদানি শুল্ক পরিশোধ করতে হচ্ছে, যা অ্যাপলের জন্য স্থানীয় বাজারে ডিভাইস ব্যবসা পরিচালনার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন থেকে আমদানীকৃত পণ্যে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা চলতি মাসের শেষ দিকে কার্যকর হতে পারে। অন্যদিকে চীন যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বদলা নিতে চায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে অ্যাপল। কারণ প্রতিষ্ঠানটির সিংহভাগ পণ্যই চীনে উৎপাদিত হয়।
যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য বিরোধ নিয়ে কথা বলতে গিয়ে টেরি গো বলেন, আমি অ্যাপলকে তাইওয়ানে আসার আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি, এটা সম্ভব। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
টেরি গোর বিশেষ সহকারী লুইস উ পরবর্তী সময়ে জানান, তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে ফক্সকনের চেয়ারম্যানের পদ ছেড়েছেন টেরি গো। লিউ ইয়ং নামে এক নির্বাহীকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। টেরি গো চীন থেকে অ্যাপলপণ্য উৎপাদনসংশ্লিষ্ট বিদ্যমান কারখানা সরানোর পরিবর্তে প্রতিষ্ঠানটিকে তাইওয়ানে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। কারণ চীনে অ্যাপলপণ্য উৎপাদন নিয়ে জটিলতা ক্রমান্বয়ে বাড়ছে।