নতুন আরেকটি পণ্য এনে টেক দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে শাওমি। সম্প্রতি তারা বাজারে এনেছে নতুন ফিটনেস ব্যান্ড ‘শাওমি ব্যান্ড ৪’ (Mi Band 4)। আর মাত্র ৮ দিনে তারা বিক্রি করেছে ১০ লাখ ব্যান্ড।
চীনের স্থানীয় বাজারে মাত্র ১৬৯ ইউয়ান (প্রায় ২০০০ টাকা) থেকে শুরু করে ২২৯ ইউয়ানে বিক্রি হচ্ছে এই ব্যান্ড। এছাড়া মার্ভেল অ্যাভেঞ্জার্স কমিকসের লিমিটেড এডিশনও পাওয়া যাচ্ছে।
এই আধুনিক ফিটনেস ব্যান্ডে রয়েছে একটি ০.৯৫ ইঞ্চি এমোলিড কালার ডিসপ্লে। এই ডিসপ্লের রেসোলিউশন ১২০ বাই ২৪০ পিক্সেলস। ডিসপ্লের উপরে থাকছে একটি ২.৫ডি কার্ভড গ্লাস। নতুন ডিসপ্লেতে থাকছে টাচ সাপোর্ট। এছাড়াও মাইক্রোফোনের সাহায্যে Mi Band 4 এ ভয়েস কমান্ড কাজ করবে। আরও রয়েছে ৭৭টি ফেস ওয়াচ সাপোর্ট সুবিধা।
সাথেই শাওমির নতুন এই ফিটনেস ব্যান্ডে থাকছে ছয় অ্যাক্সিস অ্যাস্কিলেরোমিটার। এর ফলে সাইকেল চালানো, দৌড়ানো, হাঁটা ও সাঁতার ট্র্যাক করবে পারবে Mi Band 4। সাঁতার কাটার সময় ক্রি স্টাইল, ব্রেস্ট স্ট্রোক, ব্যাক স্ট্রোক, বাটারফ্লাই ও মিক্সড স্টাইল আলাদা করে চিনতে পারবে এই ব্যান্ড। এই ফিটনেস ব্যান্ডে থাকছে পেমেন্ট সাপোর্ট, কিউ আর কোড ব্যবহার করে পেমেন্ট করা যাবে।
একবার ফুল চার্জে প্রায় ২০ দিন চলবে শাওমির এই নতুন ব্যান্ড। বাংলাদেশের বাজারে এখনও এই ব্যান্ডের বিক্রি শুরু হয়নি।