রোজ রোজ যারা শেভ করেন তাদের জন্য নতুন ট্রিমার আনল শাওমি। মডেল মি বেয়ার্ড ট্রিমার। এটি পানিরোধী আইপিক্সসেভেন সার্টিফায়েড। এই ট্রিমারে থাকছে একাধিক ফিচার। ট্রিমারের সঙ্গে দুটি চিরুনি রয়েছে। ৪০টি আলাদা ধাপে এই ট্রিমার ব্যবহার করে দাঁড়ি ট্রিম করা যাবে। স্টেনলেস স্টিল ব্যবহার করে তৈরি হয়েচ্ছে এই ট্রিমারের ব্লেড। তার সহ ও তার ছাড়া ব্যবহার করা যাবে ডিভাইসটি। ট্রিমারটি দাম এক হাজার ৫০০ টাকা।
মি বেয়ার্ড ট্রিমারের স্টেইনলেস স্টিল ব্লেড নিজে থেকে ধার হবে। ০.৫ মিলিমিটার সূক্ষ্মতায় কাটতে পারবে এই ট্রিমার। ২০টি সেটিংস এ দুটি চিরুনি তে মোট ৪০ টি সেটিংস এ দাঁড়ি কাটা যাবে এই ট্রিমার ব্যবহার করা যাবে।
শাওমি জানিয়েছে মাত্র ৫ মিনিট চার্জে ১০ মিনিট ব্যবহার করা যাবে এই ট্রিমার। ব্যাটারি সম্পূর্ণ চার্জ করতে ৯০ মিনিট সময় লাগবে। কোম্পানি জানিয়েছে যে কোন পাওয়ার ব্যাঙ্ক অথবা মোবাইল চার্জার ব্যবহার করে এই ট্রিমার চার্জ করা যাবে।