নতুন ধরনের ম্যালওয়্যার হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে মাইক্রোসফট। উইন্ডোজ ব্যবহারকারীদের কম্পিউটারে ই-মেইলে একটি এক্সেল অ্যাটাচ ফাইলের মাধ্যমে এ হামলা চলছে বলে জানানো হয়েছে। প্রাথমিকভাবে কোরীয় ভাষাভাষীদের লক্ষ্য করে এ হামলা শুরু হলেও সারা বিশ্বেই উইন্ডোজ কম্পিউটার এ ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। খবর গ্যাজেট থ্রিসিক্সটি ডিগ্রি।
মাইক্রোসফটের পক্ষ থেকে এক টুইটবার্তায় জানানো হয়েছে, উইন্ডোজ অফিস সিস্টেমের ম্যাক্রো ফাংশন ব্যবহার করে হ্যাকাররা ই-মেইলের সহায়তায় ম্যালওয়্যার ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে। কম্পিউটারে ডাউনলোড এবং পরে রান হওয়ার মধ্যে একটি জটিল প্রক্রিয়া অনুসরণ করে এ ম্যালওয়্যার। ফ্লডঅ্যামি আরএটি নামে ম্যালওয়্যারটি এর আগেও উইন্ডোজ ব্যবহারকারীদের বেশ ভুগিয়েছিল।
মাইক্রোসফট বলছে, ই-মেইলে এক্সএলএস এক্সটেনশনযুক্ত অ্যাটাচমেন্টের মাধ্যমে ম্যালওয়্যারটি ছড়িয়ে দেয়া হচ্ছে। এটিতে ক্লিক করলেই হ্যাকাররা এমএস অফিসের ম্যাক্রো ফাংশন ব্যবহার করে দ্রুত কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পারে।
কম্পিউটার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান প্রুফপয়েন্ট বলেছে, এ ম্যালওয়্যার ছড়িয়ে দেয়ার কাজ প্রথম শুরু করে টিএ৫০৫ নামে একটি হ্যাকার গ্রুপ। এর আগেও তারা এ ধরনের আক্রমণ চালিয়েছে।
অবশ্য তাত্ক্ষণিক নিরাপত্তা ব্যবস্থাও নিয়েছে মাইক্রোসফট। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, মাইক্রোসফটের থ্রেট প্রটেকশন এ ম্যালওয়্যার হামলা থেকে উইন্ডোজ কম্পিউটারকে রক্ষা করতে পারে। এছাড়া মাইক্রোসফট ডিফেন্ড এটিপির ক্লাউডভিত্তিক মেশিন লার্নিং প্রতিরক্ষা ব্যবস্থাও ফ্লডঅ্যামি আরএটিসহ এ ধরনের যেকোনো হামলা প্রথম ধাপেই ঠেকিয়ে দিতে পারে। অফিস ৩৬৫ এটিপিও এ ধরনের নিরাপত্তা দিতে সক্ষম।