সোমবার তড়িঘড়ি খালি করে দেওয়া হলো ক্যালিফর্নিয়ায় স্থিত ফেসবুকের প্রধান কার্যালয়ের মেল প্রসেসিং ওয়্যারহাউস। আর এই তত্পরতার পিছনে রয়েছে নার্ভ এজেন্ট Sarin-এর উপস্থিতি।
মেনলো পার্কের ফায়ার মার্শাল জন জনস্টন জানিয়েছেন, ‘প্রতিটি ইনকামিং মেল মেশিনের মাধ্যমে রুটিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিল। তারই মধ্যে বেশ কিছু মেল সারিন টেস্টে পজিটিভ এসেছে। তবে এর জন্যে এখনও পর্যন্ত সিলিকন ভ্যালির দফতরে কোনও অসুস্থতার খবর পাওয়া যায়নি। এমন কোনও কর্মীর খোঁজ পাইনি যাঁর মধ্যে অস্বাভাবিক লক্ষণ দেখা দিয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। এ ব্যাপারে আমাদের এফবিআই সাহায্য করছে।’
ফেসবুকের মুখপাত্র অ্যান্টনি হ্যারিসন জানিয়েছেন, মোট চারটি বাড়ি খালি করে দেওয়া হয়েছে। সোমবার সকাল ১১টা নাগাদ সন্দেহজনক ওই প্যাকেজ এসে পৌঁছায় প্রতিষ্ঠানটির একটি মেল ঘরে।
সেন্টারস ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে বলা হয়েছে সারিন একধরনের রাসায়নিক ওয়ারফেয়ার এজেন্ট। স্বচ্ছ, সাদা, গন্ধহীন এবং স্বাদহীন তরল পদার্থ এটি। দ্রুত বাতাসে মিশে গিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে লক্ষণ দেখাতে শুরু করে মানুষের শরীরে। ত্বকের উপর এক ফোঁটা সারিন পড়লে পেশির সমস্যা ও ঘাম হওয়া শুরু করে। বেশি পরিমাণে সারিনের সংস্পর্শে এলে পক্ষাঘাত এবং শ্বাসযন্ত্রের ব্যর্থতা দেখা দিতে পারে। হতে পারে মৃত্যুও।