দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং তাদের ফোল্ডেবল স্মার্টফোন গ্যালাক্সি ফোল্ডের ডিসপ্লের ত্রুটি সারানোর দাবি জানিয়েছে। তবে ডিভাইসটি বাজারে আনার তারিখ জানায়নি প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।
স্যামসাংয়ের দাবি, শিগগিরই গ্যালাক্সি ফোল্ডের উৎপাদন শুরু হবে। আগামী ৭ আগস্ট নতুন গ্যালাক্সি নোট ১০ উন্মোচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ওই অনুষ্ঠানে গ্যালাক্সি ফোল্ড বিষয়ে কোনো ঘোষণা দেয়া হবে কিনা, তা নিশ্চিত নয়।
গ্যালাক্সি ফোল্ডের ডিসপ্লের ত্রুটি সমাধানে পর্দার ‘প্রটেক্টিভ ফিল্ম’কে এবার বেজেলের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে, যাতে তা হাত দিয়ে ওঠানো সম্ভব না হয়। এর আগের প্রটেক্টিভ ফিল্মকে দেখতে স্ক্রিন প্রটেক্টরের মতো দেখাত, যা উঠিয়ে ফেলায় ডিসপ্লেই নষ্ট হয়ে যাচ্ছিল।
ডিভাইসটির হিনজ বা কবজা নতুন করে নকশা করা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়। চলতি বছরের শুরুতেই নিজেদের ফোল্ডেবল স্মার্টফোন উন্মোচন করেছিল স্যামস্যাং। ভাঁজ করা অবস্থায় ৪ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের স্মার্টফোনটির ভাঁজ খুললে ৭ দশমিক ৩ ইঞ্চি ট্যাবলেট ডিভাইস হিসেবে ব্যবহার করা যায়। তবে গ্যালাক্সি ফোল্ড প্রথম পর্যালোচকদের হাতে আসার পর পরই ডিসপ্লেতে ত্রুটির বিষয়টি সামনে আসে। অনেকেই অভিযোগ করেন, ডিভাইসটির ফোল্ড কয়েকবার খুললে ডিসপ্লেতে দাগ দেখা যায়।