মিডিয়াপ্যাড টি৫ ট্যাবলেট নিয়ে এল হুয়াওয়ে। দীর্ঘ ঝড়-ঝাপটার পর ২০১৯ সালে নতুন করে যাত্রা শুরু করে হুয়াওয়ে সংস্থা।
মার্কিন মুলুকে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় চরম আর্থিক সংকটের মুখে পড়ে ছিল এই সংস্থা। তারপর চলতি বছরের জানুয়ারিতে অ্যান্ডুয়েট ওএস নিয়ে বাজারে আসে সংস্থার নোভা ৫।
এবার মিডিয়াপ্যাড টি৫ ট্যাবলেট এর মাধ্যমে ভারতে বাজার গরম করার লড়াইয়ে নামল হুয়াওয়ে।
দেখে নেওয়া যাক কি কি সুবিধা পাওয়া যাবে এই নতুন ট্যাবলয়েডে-
১০.১ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিন রাখা হয়েছে এই ফোনে যার রেজোলেশন থাকছে ১৯২০×১২০০ । ২ টি র্যাম থাকছে, একটি ১৬ জিবি অন্যটি ৩২ জিবি । ১৬ জিবি থাকছে রম ২৫৬ জিবি মেমারি কার্ড সাপোর্ট করবে ।এই ফোন ব্যাটারি সার্ভিস ৫,১০০ এমএএইচ ।
চিনের সংস্থাটি আগাম অর্ডার নিতেও শুরু করেছে আমাজনে। অনলাইনে নিলে পাওয়া যাবে একটি এয়ার ফোন এবং একটি ফ্লিপ কভার।
উল্লেখ্য, হুয়াওয়ে এর সাথে সব ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যার ও টেকনিকাল সার্ভিস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল গুগল-এর প্যারেন্ট কোম্পানি আলফাবেট। তবে ওপেন সোর্স লাইসেন্সের সফওয়্যার ব্যবহার করবার অনুমতি ছিল চিনের কোম্পানিটির।
বিশ্বব্যাপী চিনকে ধরাশায়ী করতে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তকে মান্যতা জানিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছিল মার্কিন কোম্পানি আলফাবেট । তবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র এই সংস্থার উপর সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তারপর পুরো দমে নতুন লড়াই শুরু করেছে সংস্থাটি।