হুয়াওয়ে মেট ৩০ সম্পর্কে এখনো বেশি কিছু জানা সম্ভব হয়নি তবে আগামী অক্টোবরে বাজারে আসবে হুয়াওয়ে মেট৩০ সিরিজ। আর মেট৩০ সিরিজ হুয়াওয়ে তাদের নিজস্ব নতুন অপারেটিং সিস্টেম হংমেং ব্যবহার করবে বলে এ তথ্য জানিয়েছে হুয়াওয়ে সেন্ট্রাল।
সর্বপ্রথম চীনের বাজারে আসতে পারে হংমেং ভিত্তিক মেট ৩০ সিরিজ ।
হুয়াওয়ের মেট ৩০ প্রো স্মার্টফোনে ৪টি রিয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে। হুয়াওয়ের মেট ৩০ প্রো স্মার্টফোনের বৃত্তাকার ক্যামেরা মডিউলে আছে ৪টি লেন্স। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
নতুন এক লিক হওয়া নিউজ থেকে অনেক তথ্য বেরিয়ে এসেছে ডিভাইজটির সম্পর্কে। নজরকারা ফিচার গুলোর মধ্যে বেস্ট ফিচারটি হতে পারে ফোনটির ডিসপ্ল। লিক অনুসারে ফোনটিতে ৬.৭ ইঞ্চি QHD+ স্ক্রীন থাকবে যেটার ডিসপ্লে টেক হুবহু স্যামসাং গ্যালাক্সি এস ১০ এর মতো, কিন্তু গ্যালাক্সি এস ১০ এর ডিসপ্লে মাত্র ৬.৪ ইঞ্চি।
মেট ৩০ সিরিজের ফোনে থাকতে পারে ৭ ন্যানোমিটার প্রযুক্তির কিরিন ৯৮৫ চিপসেট ও ৫জি মডেম। ফোনটিতে থাকবে ৪ হাজার ২০০ এমএএইচ ব্যাটারি এবং ফোনটি ৫৫ ওয়াট সুপারচার্জ সাপোর্ট করবে।