জাপানভিত্তিক তোশিবা মেমোরি করপোরেশনের কারখানা চলতি মাসের মাঝামাঝি সময়ে পূর্ণাঙ্গ উৎপাদনে যাচ্ছে। গত ১৫ জুন বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের পর কারখানাটির কার্যক্রম বন্ধ হয়ে পড়েছিল। খবর রয়টার্স।
বিশ্বের দ্বিতীয় বৃহৎ এনএএনডি ফ্ল্যাশ মেমোরি চিপ নির্মাতা তোশিবা মেমোরি করপোরেশন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ওয়েস্টার্ন ডিজিটাল করপোরেশনের কার্যক্রমও আক্রান্ত হয়েছিল।
মেমোরি চিপ ব্যবসা বিভাগ নিয়ে কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে তোশিবা। এর আগে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মেমোরি চিপ বাজারে বিক্রির বিপরীতে প্রত্যাশিত মুনাফা আয়ে ব্যর্থ প্রতিষ্ঠানটি মেমোরি বিভাগ বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। তবে তোশিবার বেশ কয়েকজন বিনিয়োগকারীর মেমোরি চিপ ইউনিট বিক্রির বিরোধিতার মুখে তা আটকে যায়। তারা এ ইউনিট বিক্রিকে অপ্রয়োজনীয় বলছেন।