এবারের স্মার্টফোন ও ট্যাব মেলায় বিক্রির দিক থেকে শীর্ষে রয়েছে হুয়াওয়ের পি৩০ লাইট স্মার্টফোনটি। গেল মার্চে বৈশ্বিক উন্মোচন হয় হুয়াওয়ের আলোচিত ফ্ল্যাগশিপ পি৩০ সিরিজের। বাজারে আসার পরপরই এ সিরিজের তিনটি ফোনই বিভিন্ন র্যাংকিংয়ে জায়গা করে নিয়ে ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের অভিমত, এ বছরের সেরা স্মার্টফোনের তালিকাতেও পি৩০ সিরিজ জায়গা করে নেবে। কিন্তু গ্রাহকের আকাঙ্খা থাকলেও ফ্ল্যাগশিপ ফিচারের ফোনের জন্য গুণতে হয় চড়া দাম। তবে দাম বিবেচনায় যারা মাঝারি বাজেটেও ফ্ল্যাগশিপ ফোনের স্বাদ নিতে চান, তাদের জন্য সুখবর নিয়ে এসেছে হুয়াওয়ে। মাঝারি বাজেটে ফ্ল্যাগশিপ ঘরানার প্রিমিয়াম ডিজাইন, বিশাল স্টোরেজ সুবিধাসহ ফটোগ্রাফিক ফিচারের ফোন পি৩০ লাইট।
মেলায় ঘুরতে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাদমান। তিনি ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার জন্য মেলায় এসেছেন। তিনি জানালেন, দাম ও ফিচার বিবেচনায় হুয়াওয়ের পি৩০ লাইট স্মার্টফোনটি ভালো লেগেছে। ডিজাইনটাও খুবই ভালো। ফোনটি কিনেও ফেললাম।
হুয়াওয়ের শপ ঘুরে দেখা গেছে বেশ ভীড়। শপে কর্মরত এক বিক্রয় প্রতিনিধি জানালেন, গ্রাহকরা শপ ঘুরে পি৩০ লাইট স্মার্টফোনটি কিনতে আগ্রহ দেখাচ্ছেন। অনেকে স্মার্টফোনটি কিনবে জন্য সরাসরি শপেও এসেছেন।
মাঝারি বাজেটের ফ্ল্যাগশিপ পি৩০ লাইটের ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক-
ফটোগ্রাফির জন্য হতে পারে প্রথম পছন্দ:
এখন ফটোগ্রাফির জন্য ঢাউস সাইজের ডিসএলআর ক্যামেরার প্রয়োজন পড়ে না। স্মার্টফোন দিয়েই ফটোগ্রাফিতে তাক লাগানো যায়। এজন্য অবশ্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো অনবরত ক্যামেরা ও লেন্স নিয়ে গবেষণা করে চলছে। যারা ফটোগ্রাফি ভালোবাসেন, এবং স্মার্টফোন দিয়ে দারুণ সব ছবিও তোলেন তাদের জন্য মাঝারি বাজেটে এবারের ঈদে প্রথম পছন্দ হতে পারে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ পি৩০ লাইট। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ওয়াইড অ্যাঙ্গেলের ট্রাইলেন্স ক্যামেরা। ডিজিটাল জুমিং সুবিধাসহ ফোনটিতে থাকছে ১.৮ অ্যাপারচারের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ২৪ মেগাপিক্সেলের প্রধান রিয়ার ক্যামেরা। এছাড়াও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ৮ মেগাপিক্সেল ও বোকেহ সুবিধাসহ ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
এখন উৎসব মানেই সেলফি। আপনার সেলফিগুলোকে আরও রঙিন করতে পি৩০ লাইট স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ২.০ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেলের এআই ফ্রন্ট ক্যামেরা। সেলফিগুলোকে আরও বৈচিত্র্যময় করতে ফোনটিতে যোগ করা হয়েছে পোট্রেইট, প্যানারোমা, থ্রিডি প্যানারোমা, ফিল্টারিং, ক্যাপচার স্মাইলস, মিরর রিফলেকশন, টাইমার, এআর লেন্স, স্টিকারস প্রভৃতি।