বিলবোর্ডে আবারও গুগলকে ব্যাঙ্গ করেছে অ্যাপল। সাত মাসে দ্বিতীয়বারের মত একই কাজ করলো আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।
কানাডার টরোন্টোতে সাইডওয়াক ল্যাবস নামে একটি প্রতিষ্ঠান রয়েছে গুগলের। শহরটিতে স্মার্ট পরিবেশ তৈরি করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য। সম্প্রতি প্রতিষ্ঠানের কার্যক্রমে গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আশপাশে ১২ একর জায়গায় সেন্সর ইনস্টল করার পরিকল্পনা করছে সাইডওয়াক ল্যাবস। একে বলা হচ্ছে কুয়েসাইড। এই এলাকা দিয়ে হেঁটে যাওয়া মানুষদের নড়াচড়া এবং আচরণ পর্যবেক্ষণ করবে সেন্সরগুলো– খবর বিজনেস ইনসাইডারের।
সাধারণ বাসিন্দাদের ওপর নজরদারির বিষয়টিকে ব্যাঙ্গ করে সাইডওয়াক ল্যাবস-এর পাশে একটি বিলবোর্ড টানিয়েছে অ্যাপল। এতে বলা হয়, “আমরা আপনাদের বিষয়আসয় থেকে দূরে থাকার চেষ্টা করছি।”
গ্রাহকের স্পষ্ট সম্মতি ছাড়া তৃতীয় পক্ষের কাছে ডেটা বিক্রির ব্যাপারে বরাবরই বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুৎসাহিত করে আসছে সাইডওয়াক। এমনকি নিজেরাও এটি মেনে চলে।
এরপরও টরোন্টোর বাসিন্দারা সাইডওয়াকের পরিকল্পনা নিয়ে সন্তুষ্ট নন। মেলিসা গোল্ডস্টাইন নামের এক বাসিন্দা বলেন, “সাইডওয়াক ল্যাবস এমন এক আইনের প্রস্তাব দিচ্ছে যে মনে হচ্ছে শেয়াল মুরগীর ঘরের নকশার প্রস্তাব দিচ্ছে।”
চলতি বচরের শুরুতেও সিইএস সম্মেলনে বিলবোর্ডে গুগলকে খোঁচা দেয় অ্যাপল। সেসময় সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটিকে লক্ষ্য করে বলা হয়, “আপনার আইফোনে যা হয় তা আপনার আইফোনের ভেতরেই থাকে।”