নতুন ফ্ল্যাগশিপ পিক্সেল ৪-এর পেছনে দুটি ক্যামেরা লেন্স থাকবে বলে জানিয়েছে গুগল। পেছনের দ্বিতীয় লেন্স নিয়ে ইন্টারনেটে কৌতূহলের জবাব মিলেছে অ্যান্ড্রয়েড কিউ অপারেটিং সিস্টেমের গুগল ক্যামেরা অ্যাপের কোডের মধ্যে। এতে ‘টেলিফটো’ লেন্সের কথা বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, পিক্সেল ৪-এর দ্বিতীয় লেন্সটিকে টেলিফটো লেন্স হিসেবে ব্যবহার করা হবে। খবর দ্য ভার্জ।
পিক্সেল ফোন দিয়ে কখনো আইফোন এবং অন্য যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের চেয়েও ভালো পোর্ট্রেট ছবি তোলা যায়। গুগলের ‘কম্পিউটেশনাল’ ফটোগ্রাফি উন্নত হওয়ার কারণেই এটা সম্ভব হয়। তবে ফ্ল্যাগশিপ আইফোনগুলোয় রিয়েল ডেপথ সেন্সর ব্যবহার করায় আরো ভালো পোর্ট্রেট ছবি পাওয়া গেছে। এ কারণে গুগল এবার টেলিফটো লেন্স যুক্ত করার কথা ভাবছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে স্ট্যান্ডার্ড ক্যামেরা লেন্স দিয়ে পিক্সেল ফোনে পোর্ট্রেট ছবি তোলা গেলেও আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ছবি তোলা সম্ভব হচ্ছে না। তাই ভবিষ্যতে স্যামসাং ও এলজির মতো ডিভাইসটিতে তৃতীয় আরেকটি লেন্স বসাতে পারে গুগল, এমন জল্পনা চলছে। কারণ চলতি বছর আইফোনের পেছনে তিন ক্যামেরা লেন্স আসতে পারে বলে শোনা যাচ্ছে।