কম দামে নতুন স্মার্টফান আনল হুয়াওয়ে সাব ব্র্যান্ড অনর। নতুন ফোনের মডেল অনর প্লে এইট। চীনের বাজারে এই ফোনটি বিক্রি হচ্ছে ৫৯৯ ইয়েন। বাংলাদেশি টাকায় এর মূল্য দাঁড়ায় ৭৩৪৮ টাকা।
ডুয়েল সিমের এই ফোনে মিডিয়াটেক এ ২২ মডেলর চিপসেট ব্যবহৃত হয়েছে। এর অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড পাই। ব্যাকআপের জন্য আছে ৩০২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। নীল ও কালো রঙে চীনে এই ফোনটি পাওয়া যাচ্ছে।
এই ফোনে রয়েছেন একটি ৫.৭১ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ২ জিবি র্যামের ফোনটিতে ৩২ জিবি স্টোরেজ দেয়া হয়েছে।
ছবি তোলার জন্য অনর প্লে এইট ফোনে থাকছে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনের সামনে রয়েছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য অনর প্লে এইট ফোনে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি এবং ফোরজি এলটিই।