চীনা ডেভেলপারদেরকে অ্যাপ বানাতে সহায়তা করতে শাংহাইতে নতুন প্রকল্প চালু করেছে অ্যাপল। এর মাধ্যমে বিদেশি সবচেয়ে জটিল বাজারে সেবা ব্যবসার পথে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এই প্রকল্পের মাধ্যমে ডেভেলপারদের জন্য নিয়মিত শিক্ষাপাঠ, কর্মশালা এবং নেটওয়ার্কিং সেশনের আয়োজন করা হবে। তাইওয়ান, হং কং এবং চীনের মূল ভূখণ্ডে ২৫ লাখের বেশি ডেভেলপার এই প্রকল্প অংশ নেবেন– খবর রয়টার্সের।
সাম্প্রতিক সময়ে চীনসহ সারা বিশ্বে কমেছে আইফোনের বিক্রি। অ্যাপল প্রধান টিম কুক বলছেন চীনে প্রতিষ্ঠানের সেবা ব্যবসা দারুন হতে পারে। অ্যাপ, মিডিয়া এবং অন্যান্য সফটওয়্যার থেকে আয় আসে অ্যাপলের সেবা ব্যবসায়।
মঙ্গলবার বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান এভারস্কোর আইএসআই-এর পক্ষ থেকে বলা হয়, জুনে শেষ হওয়া প্রান্তিকে অ্যাপলের সেবা ব্যবসার আয় বাড়বে, যার বড় অংশ আসবে চীন থেকে।
২০১৭ সালে ভারতের বেঙ্গালুরুতে একই ধরনের প্রকল্প চালু করেছে অ্যাপল। ভারত এবং চীনা স্মার্টফোন বাজারে আধিপত্য ধরে রেখেছে শিয়াওমি এবং স্যামসাংয়ের মতো অ্যান্ড্রয়েডভিত্তিক ডিভাইসগুলো।
খরচ কমাতে চীনে উৎপাদন কমিয়ে আনতেও সরবরাহকারীদেরকে নির্দেশ দিয়েছে অ্যাপল। প্রয়োজনে চীন থেকে উৎপাদন সরানোর জন্য প্রস্তুতিও নিয়েছে অ্যাপলের চুক্তিভিত্তিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সকন।