বাংলাদেশ সৃষ্টির প্রতিটি ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ইতিহাসের অবিচ্ছেদ এই দলটি গত ৭০ বছরে পাকিস্তানী শাসক গোষ্ঠীদের চোখ রাঙ্গানী এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশের ক্ষমতায় থাকা পাকিস্তানী দোসরদের নানা রোষানলে পড়েছে। কিন্তু সাধারণ মানুষকে পাশে নিয়ে বারবার সামনে এগিয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
দেশের সর্ববৃহৎ এবং প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ দেশের তরুণদের ভাবনা শুনতে অনলাইনে জরিপ করছে। দলটির পথচলার ৭০ বছর পার করেছে গত ২৩ জুন।
দেশের তরুণরা দলটির কাছ থেকে এবং দলটির মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কাছ থেকে কি প্রত্যাশা করছেন তা জানতে এমন জরিপ করছে।‘৭০ এ আওয়ামী লীগ, কি ভাবছে তারুণ্য?’ শিরোনামে ওই মতামত জরিপ অনলাইনেই নিচ্ছে দলটি।
এই ঠিকানায় গিয়ে যে কেউ তার মতামত জানাতে পারবেন।মতামত জরিপে আওয়ামী লীগ পাঁচটি বিষয়ে জানার জন্য প্রশ্ন দিয়েছে। সেখানে তিনটি প্রশ্নের কিছুটা বিশদ উত্তর দিতে হবে। অন্য দুটির উত্তর নির্বাচন করে দিতে হবে।এরপর নিজের নাম, ইমেইল, জন্ম তারিখ, পেশা এবং ঠিকানা পূরণ করে সাবমিট করতে হবে।