কোরিয়ান টেক জায়েন্ট স্যামসাং উন্মোচন করতে চলেছে তাদের গ্যালাক্সি সিরিজের একটি ট্যাবলেট গ্যালাক্সি ট্যাব এস৬।
অনলাইনে বিভিন্ন রিপোর্ট অনুসারে স্যামসাংই প্রথম কোম্পানি হবে যারা ট্যাবলেটে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের প্রযুক্তি ব্যবহার করবে। এবং গ্যালাক্সি ট্যাব৬ হবে এই ফিচারের প্রথম ডিভাইস। এই ফিচার ট্যাবলেটে ব্যবহার করলে ইউজারদের খুবই সুবিধা হবে কারন বার বার পাশের পাওয়ার বা ওয়েক আপ বাটনে ক্লিক করতে হবে না।
শুধুমাত্র ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারই না, এই ট্যাবলেটে উন্নত স্টাইলাসের সাথে থাকতে পারে ডুয়াল লেন্স ক্যামেরা। স্নাপড্রাগন ৮৫৫ প্রসেসর দ্বারা চালিত এই ট্যাবলেটটিতে থাকবে ১০.৬ ইঞ্চির সুপার এমলেড ডিসপ্লে, ৬ জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। উন্নত মানের সাউন্ডের সাথে এই ডিভাইসটিতে থাকতে পারে ডেস্ক সাপোর্ট।
স্যামসাং কিছুদিন আগেই ভারতে লঞ্চ করেছে গ্যালাক্সি ট্যাব এস৫ই ও গ্যালাক্সি ট্যাব এ১০.১।