ফলে এখন থেকে বিশ্বের ৮৮ টি ভাষার ছবি থেকেই বাংলা অনুবাদ করে দেবে গুগল। শুধু ছবির ওপর ক্যামেরা ধরলেই সেখানের লেখা শনাক্ত করে তার অনুবাদ অথবা অর্থ বলে দিতে পারবে।
এবার গুগল ট্রান্সলেট এর ক্যামেরা ফিচারে বাংলা, যোগ হয়েছে। বর্তমানে মোট ৮৮ টি ভাষায় ছবি থেকেই অনুবাদ করতে পারবে গুগল ট্রান্সলেট। এজন্য এর ক্যামেরা ফিচারে এবার যুক্ত করা হয়েছে নতুন আরো ৬০ টি ভাষা।
প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, ট্রান্সলেটর অ্যাপের ক্যামেরা ফিচারে নতুন যোগ হতে যাওয়া ভাষাগুলোর মধ্যে রয়েছে বাংলা, আফ্রিকান, অ্যারাবিক, এস্টোনিয়ান, গ্রিক, হিন্দি, ইগবো, জাভানিজ, কুর্দিশ, লাটিন, লাটভিয়ান, মালয়, মঙ্গোলিয়ান, নেপালি, পশতু, পার্সিয়ান, সামোয়ান, সেসথো, স্লোভেনিয়ান, সোহাইলি, থাই, ভিয়েতনামিজ, ওয়েলশ ইত্যাদি।
গুগল বলছে, নতুন আপডেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নয়ন এবং সর্বোচ্চ নির্ভুল অনুবাদ প্রদানে চেষ্টা করা হয়েছে। ১০ জুলাই বিশ্বের ১ শতাংশ ট্রান্সলেট ব্যবহারকারীর জন্য আপডেটটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্যান্য ব্যবহারকারীরাও এই আপডেটের সুবিধা পাবেন।
প্রথমিকভাবে গুগল ট্রান্সলেট শুধু ইংরেজি থেকে নির্দিষ্ট কিছু ভাষায় অনুবাদ করত। কিন্তু বর্তমানে ১০০ টি ভাষায় সাপোর্ট করে এই প্রয়োজনীয় সেবাটি। এছাড়াও ভয়েজ, রিয়েল টাইম কনভারসেশন এবং অগমেনেটেড রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার রিয়েল টাইম ভিডিও থেকেও অনুবাদ করা যায়।
ছবির মধ্য থেকে অনুবাদের জন্য গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেথড ব্যবহার করা হয়। এটি নিউরাল মেশিন ট্রান্সলেশন নামে পরিচিত। এই সিস্টেমে গুগল লেন্স এবং ওয়েব ভার্সন ট্রান্সলেট টুল ব্যবহৃত হয়।