চলতি জুলাইয়ের শেষ নাগাদ বাজারে আসছে হুয়াওয়ের প্রথম ৫জি সমর্থিত স্মার্টফোন হুয়াওয়ে মেট ২০ এক্স ৫জি।
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ২৬ জুলাই থেকেই চীনের বাজারে ফোনটি পাওয়া যাবে। অন্যদিকে ভেঞ্চারবিট জানিয়েছে, এরই মধ্যে অ্যামাজনের ইতালীয় সাইটে ফোনটির প্রাক-ক্রয়াদেশ নেয়া হচ্ছে। সেখানে ফোনটি উন্মোচনের তারিখ বলা হয়েছে ২২ জুলাই। আর সংযুক্ত আরব আমিরাতের বাজারে ফোনটি পাওয়া যাবে ১২ জুলাই থেকে। যদিও গুগলের পক্ষ থেকে অ্যান্ড্রয়েডের প্লেস্টোর ও হালনাগাদ পাওয়ার নিশ্চয়তা এখনো মেলেনি। খবর দ্য ভার্জ।
জানা গেছে, হুয়াওয়ের মেট ২০ এক্স ৫জি দেখতে মেট ২০ এক্সের মতোই হবে। এর স্ক্রিন সাইজ ৭ দশমিক ২ ইঞ্চি এবং পেছনে থাকবে তিনটি ক্যামেরা। তবে ৫জি সমর্থনের জন্য হার্ডওয়্যারে কিছু পরিবর্তন আনা হয়েছে। এতে থাকছে ৫জি বালং ৫০০০ মডেম। তাছাড়া ব্যাটারির ক্ষমতা ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার থেকে বাড়িয়ে ৫০০০ করা হয়েছে। র্যামও দুই গিগা বাড়িয়ে ৮ গিগাবাইট থাকছে। স্টোরেজ থাকছে ২৫৬ গিগাবাইট।