ডাক অধিদপ্তরের বিশাল নেটওয়ার্ক ও জনবল কাজে লাগিয়ে ২০২৩ সালের মধ্যে ডাকঘরকে সরকারের সব ডিজিটাল সেবা প্রদানকারী অন্যতম প্রধান প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য ডাকপিয়ন থেকে মহাপরিচালক পর্যন্ত সব কর্মকর্তা-কর্মচারীকে হালনাগাদ প্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল জনসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। রবিবার ডাক অধিদপ্তরের সার্কেল ও ইউনিট প্রধানদের সম্মেলনে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
হালনাগাদ প্রযুক্তিনির্ভর পাঠ্যসূচি তৈরি করে প্রশিক্ষণ দিতে ডাক প্রশিক্ষণ একাডেমিসহ অধিদপ্তরের প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে নির্দেশও দেন তিনি।