চীনের অ্যাপল খ্যাত শাওমি এক অফিসিয়াল বিবৃতিতে প্রকাশ করেছে যে তারা তাদের সকল ফোন এবং স্মার্ট ইলেক্ট্রনিক ডিভাইসের জন্য নিজস্ব চিপ উৎপাদনে বিনিয়োগ করা শুরু করছে বলে জানিয়েছে । ইতিমধ্যে তারা চাইনিজ চিপ ডিজাইনিং কোম্পানি ভেরিসিলিকন হোল্ডিংস কো লিমিটেড এর ৬% মালিকানা কিনে নিয়েছে ।
চাইনিজ সরকার “মেড ইন চীন ২০২৫” উদ্যোগের অধীনে প্রায় ৮৮% বিনিয়োগ করছে নিজস্ব চিপ উৎপাদনে । শাওমি কর্পোরেশন রয়টার্সকে বিনিয়োগ বিষয় নিশ্চিত করেছে।
অবশ্য এর আগেও শাওমি নিজস্ব চিপসেট উৎপাদন করা চেস্টা করেছিল। তবে বেশ কয়েক বছর যাবতই তারা এই বিষয়টি নিয়ে কিছুটা চুপচাপ ছিল। তবে ২০১৭ সালে আমরা শাওমির প্রথম জেনারেশনের চিপসেট সার্জ এস১ এর দেখা পাই। অবশ্য সেই চিপসেট চাইনিজ মার্কেটের দুটি মিড রেঞ্জ ফোনে ব্যবহার করা হলেও তারপর থেকে সেই বিষয়ে আর কোন খবরই পাওয়া যায় নি।
ফোন ও অন্যান্য ডিভাইসের জন্য খরচ কমানোর জন্যই এই ডিসিশন নিয়েছে বলে জানা গিয়েছে।
আইডিসির তথ্য মতে শাওমি বর্তমানে বিশ্বের চার নম্বর মোবাইল কোম্পানি । সারা বিশ্বে মোবাইল বাজারের ১০ শতাংশ দখল করে রয়েছে চিনের কোম্পানিটি। ভারতের বাজারে বিশাল সাফল্য কোম্পানিকে এই তালিকায় থাকতে সাহায্য করেছে। এই তিন মাসে সবথেকে বেশি বিক্রি হয়েছে শাওমির রেডমি সিরিজের ফোনগুলি।