স্মার্টফোনের সুরক্ষার কথা ভেবে আমরা পাসওয়ার্ড, পিন বা প্যাটার্ন ব্যবহার করে থাকি। বিশেষজ্ঞদের মতো পাসওয়ার্ড বা প্যাটার্ন যত জটিল হবে,অন্য কোন ব্যক্তির পক্ষে ফোন আনলক করা তত অসম্ভব হবে। কিন্তু অনেক সময় আমরা নিজেদের দেওয়া জটিল পাসওয়ার্ড নিজেরাই ভুলে যাই ফলে তাই সেসব ক্ষেত্রে আপনার কি করা উচিত জেনে নিন।
১. অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ব্যবহার করে:
http://myaccount.google.com/find-your-phone-guide আপনার ফোন বা কম্পিউটারে খুলুন। ফোনের সাথে লিংক করা গুগল অ্যাকাউন্টটি খুলন।
লগইন হওয়ার পর, যে তালিকা দেখাবে, সেখান থেকে যে ফোনটি আপনি আনলক করতে চান, সেটিতে ক্লিক করুন।
এরপর “lock the phone” অপশনে ক্লিক করুন।
এবার নতুন পাসওয়ার্ড দিয়ে আপনার পুরনো পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন পরিবর্তন করে নিন।
এরপর নীচে lock বাটনটি ক্লিক করুন ও স্মার্টফোন এ গিয়ে নতুন পাসওয়ার্ড ব্যবহার করে আনলক করুন।
২.. ok google ভয়েস ম্যাচের মাধ্যমে:
যদি আপনার ফোনে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট ঠিক ভাবে সেট করা থাকে তাহলে নিশ্চয়ই লক্ষ করে থাকবেন ” unlock with voice” অপশনটি। আগে থেকে রেকর্ড করা ভয়েসের ভিত্তিতে এই ফিচারটি কাজ করে থাকে।তাই এই ফিচারটি অন থাকলে, ok google বললেই আপনার ফোন আনলক হয়ে যাবে।
৩. . স্যামসাং অ্যাকাউন্ট ব্যবহার করে:
যদি আপনি স্যামসাং এর মোবাইল ব্যবহার করেন সেক্ষত্রে
http://findmymobile.samsung.com/ ওপেন করুন ও আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
আনলক অপশনে ক্লিক করুন ও আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে ফোনটি আনলক করুন।