প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছে দিতে কাজ করবে পরিচয় অ্যাপ। বুধবার (১৭ জুলাই) দুপুরে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের অ্যাপটি উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ‘www.porichoy.gov.bd’ এই ওয়েবসাইটে লগইন করে সহজেই যে কেউ সেবা পেতে পারবেন।
আগে যেখানে কারও জাতীয় পরিচয়পত্র যাচাইয়ে ৩ থেকে ৫ কার্যদিবস সময় লাগতো এখন কয়েক মুহূর্তেই তা যাচাই করা যাবে। এতে করে ব্যাংকিং, ডিজিটাল ওয়ালেটসহ নানাবিধ সেবার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে।
সজীব ওয়াজেদ জয় বলেন, একজন ব্যক্তি সে সঠিক কিনা তার তথ্য সব অ্যাপের ডাটাবেজে থাকবে। এখন সরকারি বা বেসরকারি সেবা নতুনভাবে ডিজিটাইজ হচ্ছে। তারা যখন নাগরিকদের সেবা দিতে যাবে তখন ওই নাগরিকের পরিচয় নিশ্চিত করতে ওই ব্যক্তির এনআইডি কি সঠিক কিনা তা এই অ্যাপের মাধ্যমে সব তথ্য পাওয়া যাবে।