গুগল সেন্সরড সার্চ ইঞ্জিন প্রকল্প বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের এক নির্বাহী কর্মকর্তা। চীনে গুগলের সেন্সরড সার্চ ইঞ্জিন প্রকল্পটি আগের বছরই বাতিল করা হয়েছে বলে জানানো হয়। তবে প্রকল্পটি এখনও সক্রিয় রয়েছে বলে এতদিন গুজব চলে আসছিলো।
মার্কিন সিনেট জুডিশিয়ারি কমিটিকে গুগলের নির্বাহী কর্মকর্তা কারান ভাটিয়া বলেন, “আমরা প্রজেক্ট ড্রাগনফ্লাই বাতিল করেছি।” ড্রাগনফ্লাই প্রকল্প যে বাতিল করা হয়েছে তা নিয়ে এবারই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
গুগলের এক মুখপাত্রও নিশ্চিত করেছেন যে, আপাতত চীনে সার্চ ইঞ্জিন চালু করার কোনো পরিকল্পনা নেই গুগলের এবং শেষ পর্যন্ত কোনো কাজই করা হয়নি।
ড্রাগনফ্লাই নিয়ে শুরু থেকেই সমালোচনার মুখে পড়েছে গুগল। এই প্রকল্প বাতিল করতে আন্দোলনও করেছেন গুগল কর্মীরা। প্রতিষ্ঠানের ওপর চাপ বাড়তে থাকায় ২০১৮ সালের শেষ দিকেই সার্চ ইঞ্জিন বানানোর কাজ পুরোপুরি বন্ধ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেজ করা হয়।