বিশ্বের সবচেয়ে বিখ্যাত সংস্থাগুলির মধ্যে একটি, টেসলা এর প্রধান এক্সিকিউটিভ এবং স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা অ্যালন মাস্ক একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন। যেখানে মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটার চিপকে জোড়া হবে। এর ফলে যেসব মানুষের মস্তিষ্কে বিকৃতি ঘটেছে তাদেরকে আবার ভালো মানুষে ফেরত আনা যাবে। এরসাথে মানুষের সুপার হিউমান ইন্টেলিজেন্স সক্রিয় করতে এই চিপকে ব্যবহার করা হবে।
দুই বছর আগে অ্যালন মস্ক ‘নিউরালিংক’ নামে একটি সেক্রেটিভ কোম্পানি লঞ্চ করেছিল । এখন অ্যালন আগামী বছর এই কোম্পানিতে ‘ব্রেন কম্পিউটার ইন্টারফেস’ প্রযুক্তি এর পরীক্ষা শুরু করার পরিকল্পনা করছে। অ্যালন জানিয়েছে এই ডিভাইস সেই সমস্ত মানুষের জন্য দরকার হবে যাদের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। এই প্রযুক্তি মাধ্যমে সব ধরনের মস্তিষ্কের বিকৃতি ঠিক করা যাবে।
তবে এই পরীক্ষা কোম্পানি এখন বাঁদর ও ইঁদুরের উপর করছে । এটি একটি ছোট ৪×৪এমএম চিপ হবে, যেটি হাজার হাজার মাইক্রোস্কোপিক থ্রেডের সাথে যুক্ত হবে। এই ডিভাইসটি মানুষের মস্তিষ্কে ড্রিল করে ৪ টি ছিদ্র করে যুক্ত করা হবে।
কিভাবে কাজ করবে ব্রেন কম্পিউটার ইন্টারফেস:
নিউরালিংক প্রযুক্তি মানুষের মস্তিষ্কের মধ্যে অতি পাতলা থ্রেডের মাধ্যমে ইলেকট্রোড ইমপ্ল্যান্টের সাথে সম্পর্কিত। এটি মানুষের মস্তিষ্কের চামড়ার সাথে চিপ ও ওয়ারের সাথে যুক্ত থাকে। এই চিপের মাধ্যমে, মস্তিষ্কের ভিতরে তথ্য সরাসরি স্মার্টফোন বা কম্পিউটারে ফিড করা হবে।