প্রথমত স্মার্টফোন ব্র্যান্ড হলেও শাওমির সাব-ব্র্যান্ড রেডমি ল্যাপটপের পর এবার পাওয়ার ব্যাংক উন্মোচন করেছে। ১০ হাজার ও ২০ হাজার এমএএইচ ক্ষমতার এই দুটি পাওয়ার ব্যাংক প্রাথমিকভাবে চীনের বাজারে পাওয়া যাবে। খবর এনডিটিভি।
সোশ্যাল মিডিয়ায় সাদা রঙে উভয় পাওয়ার ব্যাংক দেখা গেলেও অন্য রঙে আসবে কিনা সেটি জানানো হয়নি। দুটি পাওয়ার ব্যাংকেই মাইক্রো ইউএসবি এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে।
১০ হাজার এমএএইচ পাওয়ার ব্যাংকে ফাস্ট চার্জিং সুবিধা নেই। আউটপুটের জন্য থাকছে দুটি পোর্ট। এর একটিতে ৫ ভোল্ট এবং ২.১ অ্যাম্পিয়ার, আরেকটি পোর্টে ৫.১ ভোল্ট এবং ২.৪ অ্যাম্পিয়ার আউটপুট পাওয়া যাবে। থাকছে এলইডি সংকেত ব্যবস্থা।
২০ হাজার এমএএইচ পাওয়ার ব্যাংকে ফাস্ট চার্জ ইনপুট ও আউটপুট সুবিধা থাকছে। এতে ১৮ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সুবিধা পাওয়া যাবে। দাম যথাক্রমে ৫৯ ইউয়ান ও ৯৯ ইউয়ান।