চলতি বছরের প্রথমার্ধে বাজারে হুয়াওয়ে,ওয়ানপ্লাস,স্যামসাংসহ কম বেশি সব স্মার্টফোন কোম্পানিরই ফোন এসেছে।
আর সবাই অধীর আগ্রহে গুগলের পিক্সেল ৪ ও পিক্সেল ৪ এক্সেএল এর অপেক্ষায় আছেন। সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড অথরিটির এক জরিপে দেখা গেছে, হুয়াওয়ের মেট ৩০ ও স্যামসাং গ্যালাক্সি নোট ১০ ফোনগুলোর চেয়ে পিক্সেল ৪ ফোনের প্রতি মানুষ বেশি আগ্রহী। ৪২ শতাংশ মানুষ পিক্সেল ৪ ও পিক্সেল ৪ এক্সএল আসার অপেক্ষায় আছেন। ১৫ শতাংশ মানুষ স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্রতি আগ্রহী। আর ১২ শতাংশ মানুষ হুয়াওয়ের মেট ৩০ ও মেট ৩০ প্রো আসার অপেক্ষা করছেন বলে জানা গেছে।
এছাড়া ২ শতাংশ মানুষ গ্যালাক্সি ফোল্ড ও ১ শতাংশ মানুষ হুয়াওয়ে মেট এক্সের অপেক্ষায় আছে।
এই জরিপে ৩ হাজার মানুষ অংশ নিয়েছেন। তাদের অনেকেরই প্রত্যাশা, পিক্সেল ৪ ও পিক্সেল ৪ এক্সএল ফোনে শক্তিশালী প্রসেসর ও ক্যামেরা থাকবে।
গুগল আগামী অক্টোবরে ফোন দুটির ঘোষণা দেবে।