বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে তৃতীয়বারের মতো জাতীয় পর্যায়ে শুরু হয়েছে ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯।
তৃতীয়বারের মতো শুরু হওয়া বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে আবেদন শেষ হচ্ছে মঙ্গলবার (৩০ জুলাই)। বেসিস আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীরা মনোনীত হবে অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের জন্য। আগামী ১৮ থেকে ২৩ নভেম্বর ভিয়েতনামে অ্যাপিকটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে।
অ্যাওয়ার্ডসে প্রকল্প জমা দিতে এই ঠিকানায় যেতে হবে। মঙ্গলবার পর্যন্ত প্রকল্প জমা দিতে পারবেন আগ্রহীরা।
বেসিস সুত্রে জানা গেছে, এবার মোট ৩৫ ক্যাটাগরিতে ১০৫টি পুরস্কার প্রদান করা হবে। শিক্ষার্থীদের প্রকল্প জমা নেয়ার জন্য রয়েছে বিশেষ ক্যাটেগরি।
প্রতিযোগিতাটির মাধ্যমে সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করে উৎসাহ প্রদানের লক্ষ্যে পুরস্কার দেয় বেসিস।
এবারের অ্যাওয়াসর্ডের আহ্বায়ক দিদারুল আলম জানান, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, শিক্ষার্থী, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা।
বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা দেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলো বাছাই করি এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরস্কার প্রদান করি। এ আয়োজন থেকে মনোনীত প্রকল্পগুলো অ্যাপিকটা অ্যাওয়ার্ডে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা প্রদর্শন করে আসছে।