মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩০ হাজার কোটি ডলার মূল্যের চীনা পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা কার্যকর হলে দেশটি থেকে যুক্তরাষ্ট্রে আমদানীকৃত বিভিন্ন পণ্য যেমন ল্যাপটপ, গেমিং কনসোল, ব্যাটারি, কম্পিউটার ও কম্পিউটার তৈরির সরঞ্জামে নতুন করে শুল্ক বসানো হবে। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের কার্যালয়ে চীন থেকে আমদানীকৃত ১৫ ধরনের সরঞ্জামকে শুল্কমুক্ত রাখতে আবেদন করে অ্যাপল। এসব পণ্যের মধ্যে প্রতিষ্ঠানটির ম্যাক প্রো ডেস্কটপ কম্পিউটার তৈরির সরঞ্জাম রয়েছে। তবে গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ম্যাক প্রো তৈরির জন্য চীনে উৎপাদিত সরঞ্জামে কোনো শুল্কছাড় পাবে না অ্যাপল। খবর রয়টার্স।
ডোনাল্ড ট্রাম্প এক টুইটে জানান, চীনে উৎপাদিত ম্যাক প্রোর সরঞ্জামের জন্য শুল্কছাড় বা অব্যাহতি পাবে না অ্যাপল। নিজেদের পণ্য তৈরির প্রয়োজনীয় এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্রে উৎপাদন করুন, কোনো শুল্ক নেই।
গত ১৮ জুলাই মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের কার্যালয়ে প্রযুক্তিপণ্য তৈরির ১৫ ধরনের সরঞ্জামকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কমুক্ত রাখার আহ্বান জানায় অ্যাপল। এ তালিকায় প্রতিষ্ঠানটির ম্যাক প্রো ডেস্কটপ কম্পিউটার তৈরির সরঞ্জামও রয়েছে।
ডোনাল্ড ট্রাম্প পরবর্তী সময়ে সাংবাদিকদের জানান, তিনি ভেবেছিলেন অ্যাপল টেক্সাসে তাদের একটি প্লান্ট নির্মাণ করবে। তবে তিনি কেন এমন ভেবেছিলেন সে বিষয়ে বিস্তারিত তথ্য কিংবা কোথা থেকে জেনেছেন তা ব্যাখ্যা করেননি।
তিনি বলেন, আমি চাই অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের প্লান্ট নির্মাণ করুক। আমি চাই না অ্যাপল ব্র্যান্ডের পণ্য চীনে তৈরি হোক। কাজেই যখন আমি শুনলাম ম্যাক প্রো যুক্তরাষ্ট্রে নয়, চীনে তৈরি হবে, তখন আমি বলেছি ‘নো, দ্যাটস ওকে’। অর্থাৎ অ্যাপল ব্র্যান্ডের পণ্য চীনে উৎপাদন করতে যাচ্ছে সমস্যা নেই। তবে এসব পণ্য যখন যুক্তরাষ্ট্রে পাঠানো হবে, তখন আমরা অতিরিক্ত শুল্ক আরোপ করব। এ বিষয়ে সব কার্যক্রম শেষ করা হয়েছে। আমি আশা করছি, অ্যাপল শিগগিরই টেক্সাসে একটি প্লান্ট নির্মাণের ঘোষণা দেবে। যদি প্রতিষ্ঠানটি এটা করে, আমি সুখী বোধ করতে শুরু করব।
গত জুনে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল ইনকরপোরেশন তাদের নতুন ম্যাক প্রো ডেস্কটপ কম্পিউটারের উৎপাদন কার্যক্রম যুক্তরাষ্ট্র থেকে চীনে সরিয়ে নিচ্ছে। অ্যাপল তাদের সিংহভাগ ডিভাইস চুক্তিভিত্তিক নির্মাতার মাধ্যমে চীনে উৎপাদন করে আসছে। তবে প্রতিষ্ঠানটির ম্যাক প্রো ডেস্কটপ কম্পিউটার যুক্তরাষ্ট্রে উৎপাদন করা হচ্ছিল।
চীন অ্যাপলের গুরুত্বপূর্ণ বাজার। ডিভাইস উৎপাদনের পাশাপাশি বৃহত্তর চীনের বাজার থেকে প্রতিষ্ঠানটির মোট রাজস্বের প্রায় ১৮ শতাংশ আসে। অ্যাপলের ৬ হাজার ডলার মূল্যের ম্যাক প্রো ডেস্কটপ কম্পিউটার মূলত সৃজনশীল পেশাদারদের জন্য। যুক্তরাষ্ট্রে উৎপাদনের কারণে ডিভাইসটি চড়া দামে বিক্রি করতে হচ্ছে। যে কারণে ম্যাক প্রোর চাহিদা ক্রমান্বয়ে কমছে।
অ্যাপলের এক মুখপাত্র বলেন, আমাদের অন্য পণ্যগুলোর মতোই ম্যাক প্রোর যন্ত্রাংশ বিভিন্ন দেশে উৎপাদিত হয়। তবে এ ডিভাইসের নকশা ও প্রকৌশলের কাজ হয় ক্যালিফোর্নিয়া থেকে। অর্থাৎ বেশির ভাগ ডিভাইসের সংযোজনের কাজ চীনে হলেও ম্যাক প্রোর সংযোজন করা হতো যুক্তরাষ্ট্রে। সাশ্রয়ী মূল্যে ম্যাক প্রো ডেস্কটপ কম্পিউটার সরবরাহের লক্ষ্যে শুধু সংযোজনের কার্যক্রম চীনে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস কারখানায় ম্যাক প্রো উৎপাদনের কাজ করে আসছিল প্রতিষ্ঠানটির চুক্তিভিত্তিক পণ্য নির্মাতা ফ্লেক্স লিমিটেড।
মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের কার্যালয়ে কম্পিউটারের স্টেইনলেস স্টিল ফ্রেম, ইন্টারনেট ক্যাবল, সার্কিট বোর্ড, হুইল, সিপিইউ হিটসিংক ও গ্রাফিকস প্রসেসিং মডিউল, অ্যাকসেসরিজ পণ্য ম্যাজিক মাউস ২ ও ম্যাজিক ট্র্যাকপ্যাডকে ২৫ শতাংশ শুল্কের বাইরে রাখার আহ্বান জানিয়েছিল অ্যাপল।