মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট স্কাইপ ফর বিজনেস অনলাইন অ্যাপ বন্ধের ঘোষণা দিয়েছে। ২০২১ সালের ৩১ জুলাইয়ের পর অ্যাপটি আর ব্যবহার করা যাবে না। খবর জিডিনেট।
বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, আপাতত অ্যাপটির ব্যবহারকারীরা কোনো পরিবর্তন বুঝতে পারবেন না। তবে আগামী ১ সেপ্টেম্বরের পর যারা অফিস ৩৬৫-এ অ্যাকাউন্ট খুলবেন, তাদের চ্যাট করতে সরাসরি মাইক্রোসফট টিমে পাঠিয়ে দেয়া হবে। সেখান থেকেই তারা চ্যাট, ফাইল শেয়ার ও ভিডিও কল করতে পারবেন। এ সিদ্ধান্তের প্রভাব স্কাইপ ফর বিজনেস সার্ভার ও স্কাইপ কনজিউমার সার্ভিস সেবায় পড়বে না।
২০১৭ সালে মাইক্রোসফট অফিস ৩৬৫-এ যুক্ত হয় মাইক্রোসফট টিম। এতে টিমওয়ার্ক হয়ে ওঠে আরো সহজ। টিম অ্যাপে চ্যাট, ভিডিও, মিটিং ও ডকুমেন্ট শেয়ারের সুবিধা আছে।