বিশ্বব্যাপী স্মার্টফোনের রপ্তানি কমেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিকভাবে ৩৪১ দশমিক ৪ মিলিয়ন ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে প্রতিষ্ঠানগুলো। তবে বছর ব্যবধান দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বিক্রি কমেছে স্মার্টফোনের বিক্রি ২ দশমিক ৬ শতাংশ। তবে বিস্ময়কর ভাবে একই সময়ে স্যামসাং এর বিক্রি বেড়েছে ১.৯ শতাংশ।
বাজার গবেষণা সংস্থা স্ট্র্যাটেজি অ্যানালিটিকস-এর বরাত দিয়ে এ তথ্য দিয়েছে জিএসএম এরিনা।
ভেন্ডরদের কাছে শিপমেন্ট করা ফোনের হিসেবে দেখা গেছে, এপ্রিল-জুন পর্যন্ত সময়ে চাপে থেকেও ১.৭ শতাংশ বিক্রি বেড়েছে হুয়াওয়ে’র। তবে অভিজাত ব্র্যান্ড অ্যাপলের বিক্রি কমেছে ০.৭ শতাংশ।
অর্থাৎ গত প্রান্তিকে মোট বাজারে শীর্ষে থাকা স্যামসাংয়ের স্মার্টফোন বাজার বেড়ে দাঁড়িয়েছে ২২.৩ শতাংশে। তাদের স্মার্টফোনের বিক্রি বেড়েছে ৭ শতাংশ।
হুয়াওয়ের বৈশ্বিক স্মার্টফোন শিপমেন্ট বেড়েছে ৪.৬ শতাংশ। হুয়াওয়ের স্মার্টফোন বাজার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৮ শতাংশে। সবমিলিয়ে দ্বিতীয় প্রান্তিকে হুয়াওয়ের মার্কেট শেয়ার ১৭.২ শতাংশ।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর নিল মোস্টন বলেন, সারা বিশ্বে হুয়াওয়ের স্মার্টফোন সরবরাহের হার ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই প্রান্তিকে সবচেয়ে বেশি ফোন তারা চীনেই বিক্রি করেছে।
তবে কাউন্টার পয়েন্টের বিশ্লেষক তরুণ পাঠকের মতে, এখন না হলেও আগামী মাসগুলোতে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব পড়বে হুয়াওয়ের ওপর।
গবেষণা প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্য মতে, তৃতীয় স্থানে থাকা অ্যাপলের আইফোন বিক্রি ৮ শতাংশ কমে গেছে। যদিও কতো ইউনিট স্মার্টফোন বিক্রি হয়েছে তা প্রকাশ করেনি অ্যাপল। তবে অ্যাপলের বর্তমান মার্কেট শেয়ার ১১ শতাংশ।
স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের ডিরেক্টর উডি ওহ জানিয়েছেন, চীনে অ্যাপলের ভিত শক্ত হচ্ছে। তবে আইফোনের দামের কারণে ভারত ও ইউরোপে টিকে থাকতে সংগ্রাম করতে হচ্ছে তাদের।
চতুর্থ ও পঞ্চম স্থানে আছে শাওমি ও অপো। তাদের মার্কেট শেয়ার যথাক্রমে ৯ দশমিক ৭ শতাংশ ও ৮ দশমিক ৯ শতাংশ। চীনের কারণেই তাদের বিক্রি বৃদ্ধি পেয়েছে।
কাউন্টার পয়েন্টের দেওয়া তথ্য অনুযায়ী, চীনের প্রধান স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে, অপো, ভিভো, শাওমি ও রিয়ালমি মার্কেট শেয়ার সম্মিলিতভাবে দাঁড়িয়েছে ৪২ শতাংশ।
অপরদিকে এইচএমডি গ্লোবালের দ্বিতীয় প্রান্তিকে শিপমেন্ট বেড়েছে ২০ শতাংশ। এ কারণেই স্মার্টফোন বাজারে এখন নকিয়ার অবস্থান ৯ম।