দেশের বাজারে দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ফোন পাওয়া যাচ্ছে। বিভিন্ন ব্র্যান্ড গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে প্রতিনিয়ত নতুন নতুন হ্যান্ডসেট উন্মোচন করছে। সাধ্যের মধ্যে সাশ্রয়ী বাজেটে কোন ব্র্যান্ডের স্মার্টফোন কিনবেন?
প্রিমো এনএইচএইট
দেশে তৈরি ওয়ালটনের ৫ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লের এ ফোনে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর রয়েছে। অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও (গো সংস্করণ) অপারেটিং সিস্টেমচালিত ১ গিগাবাইট ডিডিআরথ্রি র্যামের ডিভাইসটিতে ৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। এতে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ডিভাইসটিতে ২৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটিতে কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.২, মাইক্রো ইউএসবি২, ল্যান হটস্পট ও ওটিএ সুবিধা। ৪ হাজার ৯৯৯ টাকা দামের ‘প্রিমো এনএইচএইট’ মডেলের এ ফোন ডার্ক ব্লু, রেড ও ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।
আই৯৭
সিম্ফনির অ্যান্ড্রয়েড ৯.১ পাইচালিত ৫ দশমিক ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লের এ স্মার্টফোনে ১ দশমিক ৬ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর আছে। ২ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। শক্তিশালী প্রসেসরসংবলিত ডিভাইসটিতে মাঝারি মানের গেম খেলা যাবে অনায়াসে। এতে ফেস আনলক এবং মাল্টিফাংশনাল ফিংগারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ডিভাইসটিতে ১৩ মেগাপিক্সেলের অটো ফোকাস রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফিক্সডফোকাস ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ব্যাক ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির সমন্বয় ধারণকৃত ছবিগুলোকে প্রাণবন্ত ও উজ্জ্বল করে তুলবে। এর ৩২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তা দেবে। ডিভাইসটির দাম ৭ হাজার ৪৯০ টাকা।
রেডমি কে২০ প্রো
গত সপ্তাহে দেশের বাজারে রেডমি সাব-ব্র্যান্ডের অধীনে প্রথম ফ্ল্যাগশিপ ফোন রেডমি কে২০ প্রো উন্মোচন করেছে শাওমি। ৬ দশমিক ৩৯ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লের ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। রিয়ার ক্যামেরার ৮ মেগাপিক্সেল ২এক্স টেলিফটো লেন্স এবং ১২৪.৮ ফিল্ড অব ভিউ সুবিধাসংবলিত ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা নিখুঁত ছবির নিশ্চয়তা দেবে। এতে ২০ মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা রয়েছে। ডুয়াল সিম সমর্থিত ডিভাইসটির ৮ গিগাবাইট র্যাম সংস্করণে ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরো বাড়ানো যাবে।
রেডমি ৭এ
শাওমির রেডমি ৬এ স্মার্টফোনের পরবর্তী সংস্করণ রেডমি ৭এ। গত সপ্তাহে ডিভাইসটি দেশের বাজারে উন্মোচন করা হয়। ডিভাইসটিতে সনির ১২ মেগাপিক্সেলের আইএমএক্স ৪৮৬ রিয়ার ক্যামেরা সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। ৫ দশমিক ৪৫ ইঞ্চি এইচডি ফুলস্ক্রিন ডিসপ্লের এ স্মার্টফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। ডিভাইসটির ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট রম সংস্করণ ১১ হাজার ৪৯৯ টাকায় কেনা যাচ্ছে। ডিভাইসটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতারা।