দেশে তৈরি প্রথম নচ ডিসপ্লে স্মার্টফোন উন্মোচন করেছে ওয়ালটন। ‘প্রিমো এস সেভেন’ নামের এ স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংবলিত ট্রিপল রিয়ার ক্যামেরা, অক্টা-কোর প্রসেসর ও শক্তিশালী ব্যাটারি ব্যবহূত হয়েছে। ১৪ হাজার ৯৯৯ টাকা দামের ডিভাইসটি ব্লু ও সি গ্রিন দুই রঙে পাওয়া যাচ্ছে।
ডিভাইসটির বিষয়ে ওয়ালটন সেলুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, উন্নত সব ফিচারসমৃদ্ধ প্রিমো এস৭ বাজারে ছাড়ার আগেই প্রাক-ক্রয়াদেশ নেয়া হয়েছিল। এতে ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। প্রাক-ক্রয়াদেশকারী ক্রেতাদের হাতে ক্যাশব্যাকসহ ডিভাইস হস্তান্তর করা হচ্ছে।
অ্যান্ড্রয়েড ৯.০ পাই চালিত প্রিমো এস৭ স্মার্টফোনে ৬ দশমিক ২৬ ইঞ্চির নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে রেশিও ১৯:৯। এতে ১২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি ৬৪-বিটের ২.০ গিগাহার্টজে অক্টা-কোর প্রসেসর আছে। ৩ গিগাবাইট ডিডিআর৪ র্যামের ডিভাইসটিতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে।
ডিভাইসটিতে ১২, ১৩ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। এর ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তা দেবে। ডুয়াল ফোরজি সিম সমর্থিত ডিভাইসটিতে রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ওটিজি, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক ফিচার আছে।
দেশে তৈরি এ স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোন বদলে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। পাশাপাশি স্মার্টফোনে এক বছর এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা মিলবে।