চিনা ফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমির ফোনের পেছনে সোলার প্যানেলসহ পেটেন্ট করেছে। ফোনটি চার্জ দেওয়ার জন্য থাকছে সোলার প্যানেল।
গত বছর জুলাই মাসে শাওমি সোলার প্যানেল ফোনের ডিজাইন পেটেন্ট করার আবেদন করে। সম্প্রতি লেটস গো ডিজিটাল এটি নিশ্চিত করেছে এবং কিছু ছবি প্রকাশ করেছে।
ছবিতে দেখা যাচ্ছে, ফোনটির কোনো নচ বা পাঞ্চ হোল নেই। এতে পপআপ সেলফি ক্যামেরা বা ইন-ডিসপ্লে ক্যামেরা ব্যবহার করা হতে পারে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হবে। তবে ফোনটির মূল আকর্ষণীয় দিক হলো এর পেছনে সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। সাথে থাকছে ডুয়েল ক্যামেরা।
ফোনটির সোলার প্যানেল পেছনের প্রায় পুরোটুকু জুড়েই। এটি খুবই পাতলা একটি প্যানেল। ফলে ফোনের আকারে চিকনই থাকবে। সূর্যের আলোতে ফোনটির ব্যাটারি চার্জ করা যাবে।
ফোনটি কবে উন্মোচন করা হবে তা এখনো জানা যায়নি, সবে মাত্র পেটেন্টের ডিজাইন জানা গেলো। আশা করি কয়েক মাসের মধ্যেই হয়তো আরো অনেক তথ্য পাওয়া যাবে।