বাংলাদেশের আলোচিত-সমালোচিত অভিনেতা হিরো আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে গত বছরের শেষের দিকে আলোচনার তুঙ্গে ছিলেন তিনি।
এ ছাড়া চলতি বছরের এপ্রিলে স্ত্রী নির্যাতনের অভিযোগে করা মামলায় কারাভোগ করতে হয় তাকে।
সেই সময় তাকে নিয়ে মেতেছিল সামাজিক যোগাযোগের মাধ্যম ও গণমাধ্যমগুলো।
তবে সবসময়ই আলোচনা-সমালোচনার মধ্যে তাকে নিয়ে হাস্যরসে মেতে থাকেন নেটিজেনরা। আর সেই ধারাবাহিকতায় এবার হিরো আলমকে নিয়ে তৈরি হলো ভিডিও গেম।
গেমটির নাম ‘হিরো আলম মলম’। এটি ‘অ্যাডভেঞ্চার পাজল’ ধরনের গেমের আদলে তৈরি। গুগল প্লে-স্টোরে সার্চ করলে মিলবে গেমটি।
অন্যান্য ‘অ্যাডভেঞ্চার পাজল’ গেমের মতোই বুদ্ধি খাটিয়ে কতগুলো বিপজ্জনক ধাপ পেরিয়ে একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে হবে খেলোয়াড়কে।
আর গেমের ভেতর সেই বুদ্ধিদীপ্ত ভার্চুয়াল খেলোয়াড়ই হচ্ছে হিরো আলম (গেমের প্রধান চরিত্র)।
সেই ভার্চুয়াল হিরো আলমকে নিয়ে বিভিন্ন ধরনের অ্যারো বাটনে প্রেস করে গেমকে এগিয়ে নিয়ে যাবে খেলোয়াড়।
গেমটি খেলার জন্য বেশি ক্ষমতাসম্পন্ন অ্যান্ড্রয়েড মোবাইলের প্রয়োজন নেই। অ্যান্ড্রয়েডের ৬৪-বিট এবং ৩-বিট উভয় অপারেটিং সিস্টেমেই চলবে গেমটি।