মোবাইল ডিভাইস, বিশেষ করে স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজার হয়ে উঠেছে ভারত। ক্রমবর্ধমান বাজারটিতে আধিপত্য বিস্তারে আগামী বছরের মধ্যে স্থানীয়ভাবে স্মার্টফোন উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে চীনভিত্তিক অপো। গত শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।
ভারতের বৃহত্তর নয়ডায় একটি স্মার্টফোন উৎপাদন কারখানা রয়েছে অপোর। কারখানাটির প্রথম ধাপের উৎপাদন কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রতি মাসে কারখানাটি থেকে ৪০ লাখ ইউনিট স্মার্টফোন উৎপাদন করছে প্রতিষ্ঠানটি। এ কারখানার উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করা হবে।
অপোর বিবৃতি অনুযায়ী, তাদের নয়ডা কারখানায় উৎপাদন লাইন, মান নিশ্চিতকরণ ও পণ্য পরীক্ষক মিলিয়ে ১০ হাজার মানুষ কাজ করছে, যা ২০২০ সালের মধ্যে ১৫ হাজার অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে।