সামান্য সময়ের জন্যও স্মার্টফোন ছাড়া থাকতে পারি না আমরা। জীবনকে কতো ভাবেই না সহজ করে তুলেছে স্মার্টফোন। অথচ এই স্মার্টফোন প্রস্তুতকরণের জটিল প্রক্রিয়াগুলো আমরা কতজনই বা জানি।
মিরর অনলাইনের প্রযুক্তি বিষয়ক ডেপুটি এডিটর শিভালি বেস্ট আমন্ত্রিত হন কোম্পানিটির কারখানা ঘুরে দেখতে। শিভালি বেস্ট জানাচ্ছে, চীনের হুয়াওয়ে কারখানার ভেতরে কীভাবে বানানো হয় তাদের স্মার্টফোনগুলো। প্রযুক্তি জায়ান্টটির প্রোডাকশন লাইনে দেখা গিয়েছে প্রতিদিন লাখ লাখ ডিভাইস বানানো হয়। এ সময় সেখানে পি থার্টি প্রো মডেলের স্মার্টফোনটির প্রোডাকশন চলছিল। অন্য মডেলের কাজও চলছিল।
কারখানার ভেতরে সমান্তরালে একসঙ্গে অনেকগুলো প্রোডাকশন লাইন। প্রত্যেকটিই দৈর্ঘ্যে ১২০ মিটার। একেকটি প্রোডাকশন লাইনে মানুষ কাজ করত ৮৬ জন। তবে সেটি এখন নেমে এসেছে মাত্র ১৭ জনে। বাকিদের কাজ করে দেয় রোবট।
হুয়াওয়ে বলছে, কাঁচামাল উৎপাদন থেকে শুরু করে সরবরাহ, নানা পরীক্ষা নিরীক্ষা, প্যাকেজিংয়সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ কাজই করছে রোবট। স্বয়ংক্রিয়ভাবেই এসব কাজ সম্পাদন হয়।
হুয়াওয়ে জানায়, উৎপাদনে কোনো ধরনের ক্রুটিতে তারা জিরো টলারেন্স নীতি মেনে চলে। পণ্যের শতভাগ গুণাগুণ রক্ষা করে তারা। এ জন্য তারা কাস্টমারদের ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছে।