সম্পূর্ণ পৃথিবী যখন ৫ জি বা পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক এর দিকে ছুটছে তখন হুয়াওয়ে তাদের ল্যাবস অটোয়াতে ষষ্ঠ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা ৬ জি (6G) নিয়ে গবেষণা শুরু করেছে ।
প্রতিবেদন অনুযায়ী, হুয়াওয়ে ১৩ টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইন্সটিটিউটে ৬ জি (6G) নেটওয়ার্ক ও এর সম্ভাব্য অ্যাপ্লিকেশনস নিয়ে কাজ করছে। হুয়াওয়ের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২০৩০ সাল এর মধ্যে বিশ্বে ৬ জি প্রযুক্তি বাণিজ্যিকভাবে উপলব্ধ করা হবে বলে আশা করা হচ্ছে।
চলতি বছরের শুরুতে একটি সংবাদ ছড়িয়ে পড়েছিল যে স্যামসাং তাদের সিওল এ হুয়াওয়ের মতো ৬ জি প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়। সুতরাং এটি অবাক হওয়ার মতো কোন বিষয় নয় যে হুয়াওয়ে প্রযুক্তি খাতে আরও এগিয়ে যাওয়ার জন্য ষষ্ঠ প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা ৬ জি নিয়ে কাজ করছে।
জুনে এক রিপোর্টে উঠে এসেছিল যে, নকিয়া, এরিকসন এবং এসকে টেলিকম তাদের কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা করেছিল যা ৬ জি ডেভেলপের জন্য একসাথে কাজ করবে। সবমলিয়ে এগুলি এখনএ প্রাথমিক অবস্থায় রয়েছে কারণ এই মুহূর্থে ৬ জি এর জন্য কোন স্পষ্ট তথ্য নেই এবং সমস্ত গবেষণা এখনও চলমান রয়েছে।৬ জি মোবাইল নেটওয়ার্ক নিয়ে গবেষণা করছে হুয়াওয়ে