সার মাপাটা একটু খানি ঝামেলার কাজ। যদিও কাজটি সহজ তবে প্রেসার মাপার যন্ত্রটি সবার কাছে না থাকা, প্রেসার মাপতে না জানার কারণেই মূলত সমস্যায় পড়তে হয়। তবে সেই সমস্যা থেকে সহজেই মুক্তি মিলবে। স্মার্টফোন থেকে একটি সেলফি তুলেই জানা যাবে ব্লাড প্রেসার।
সম্প্রতি এমনই এক প্রযুক্তি তৈরি করেছেন বিজ্ঞানীরা। এই প্রযুক্তিটিকে বলা হচ্ছে, ট্রান্সডার্মাল অপটিক্যাল ইমেজিং।
স্মার্টফোনের ফেসিয়াল ছবি বিশ্লেষণ করেই এই ট্রান্সডার্মাল অপটিক্যাল ইমেজিং প্রযুক্তি ধরে ফেলবে রক্তস্রোতের পরিবর্তন। যা থেকে বলা যাবে রক্তচাপ।
এই গবেষক দলের অন্যতম মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক রামকৃষ্ণ মুক্কামালা বলেন, ফেসিয়াল ছবির মধ্যেই সিস্টোলিক ব্লাড প্রেসার সংক্রান্ত তথ্য ধরা পড়ে। হার্টের অসুখের অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। আবার এই কারণে মৃত্যুর হারও দিনে দিনে বাড়ছে। যে কারণে হাই ব্লাড প্রেসারের রোগীদের নিয়মিত চেক আপ করা জরুরি।
তবে বাণিজ্যিক ভাবে এই প্রযুক্তি হাতে পেতে আরও কয়েক বছর সময় লাগবে।