ফেসবুকের গ্রুপ চ্যাটে পরিবর্তনের সঙ্গে ফেসবুক গ্রুপেও পরিবর্তন আনছে সামাজিকমাধ্যমের এ জায়ান্ট প্রতিষ্ঠান। ফেসবুক গ্রুপের প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে প্রাইভেসি সেটিংসে পরিবর্তন আনা হয়েছে।
ফেসবুকের গ্রুপ সেবায় এখন থেকে ‘পাবলিক’, ‘ক্লোজড’ বা ‘সিক্রেট’ এমন অপশন আর থাকছে না। শুধুমাত্র ‘পাবলিক’ ও ‘প্রাইভেট’ অপশন থাকবে।
ফেসবুকের গ্রুপে ব্যাপকভাবে স্প্যাম ছড়িয়ে পড়ায় ব্যবহারকারীদের নিরাপত্তায় এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে ফেসবুকের সব গ্রুপ প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হবে। ফেসবুকের টিম প্রতিটি গ্রুপ পর্যবেক্ষণ করবে। গ্রুপে বাজে প্রকাশক ও বাজে কনটেন্ট শনাক্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ফেসবুক।
সূত্র: সোশ্যাল মিডিয়া টুডে।