বিবর্তন মানুষকে দিয়েছে শক্তিশালী ব্রেইন। করেছে সৃষ্টির সেরা জীব। এই যাত্রার পথে উধাও হয়েছে লেজ। জাপানের গবেষকেরা এখন সেটি ফিরিয়ে আনার চেষ্টা করেছেন।
এনবিসি নিউজ জানিয়েছে, টোকিওর কেইও বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষক শরীরে পরার উপযোগী করে রোবোটিক লেজ তৈরি করেছেন। দৌড়ানোর সময় কিংবা গাছে ওঠার সময় এই লেজ বানরের মতো ভারসাম্য রাখতে মানুষকে সাহায্য করবে।
গত জুলাইয়ে লস অ্যাঞ্জেলেসের এক সম্মেলনে এই লেজটির কথা জানান প্রযুক্তিবিদরা।
গবেষক দলের সদস্য জুনিচি নাবেশিমা বলছেন, ‘কিছু ক্ষেত্রে মানুষ শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারে না। যাদের পায়ের পাতার সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি বেশি হয়।’
নাবেশিমো জানান, এটি শুধু বানরের লেজের মতো নয়, অনেকটা ঘোড়ার মতোও।
বিশেষজ্ঞরা বলছেন, এই লেজের বাণিজ্যিকীকরণ করতে পারলে স্নায়বিক বা অর্থোপেডিক রোগীরা উপকৃত হবেন।
শুধু তাই নয়, চলাফেরা করতে কষ্ট হয় এমন বয়স্ক মানুষের জন্যও এটি বেশ কাজে আসবে।
গবেষকেরা রোবোটিক লেজটির একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, এক পা উঁচু করে এক ব্যক্তি বিভিন্ন দিকে ঝুঁকছেন। কিন্তু মুখ থুবড়ে পড়ছেন না। লেজ ভারসাম্য রক্ষা করছে।
এর আগে ২০১৫ সালে লন্ডন ভিত্তিক একটি কোম্পানি রিমোট-কনট্রোলড লেজ বাজারে আনে। তার আগে ২০১২ সালে টোকিও-ভিত্তিক আরেকটি কোম্পানি লেজ তৈরি করে। কিন্তু সেগুলো সেই অর্থে জনপ্রিয়তা পায়নি।