আগামী ২৯ আগস্ট রেডমি নোট ৮ সিরিজের দেখা মিলবে বলে এক উইবো পোস্টে নিশ্চিত করেছেন শাওমির সিইও লেই জুন।
তিনি উইবোতে রেডমি টিভির একটি পোস্টার প্রকাশ করেন। সেই পোস্টের ক্যাপশনে জানানো হয়, ২৯ আগস্ট ৭০ ইঞ্চির রেডমি টিভি উন্মোচন করা হবে। তখন পোস্টটির কমেন্ট সেকশনে এক উইবো ব্যবহারকারী জানতে চান, একই দিনে রেডমি নোট ৮ ফোনটির ঘোষণাও আসবে কি না। জবাবে লেই জুন একটি থাম্বস আপের ইমো দেন। আর এ থেকেই নিশ্চিত হওয়া গেছে চলতি মাসেই আসছে রেডমি নোট ৮।
রেডমি ব্র্যান্ডের প্রধান লু ওয়েবিং এর আগে রেডমি নোট ৮ থেকেই ফোনটির ব্যাপারে একটি পোস্ট দেন। তিনি জানান, ফোনটিতে পাওয়া যাবে উন্নত মানের ক্যামেরা, দীর্ঘ ব্যাটারি লাইফ ও সরু বেজেল।
জানা গেছে, রেডমি ৮ মডেলে থাকবে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। আর ডিসপ্লে হবে ৬ দশমিক ২ ইঞ্চি। ডিভাইসটি ৪ জিবি ও ৬ জিবি র্যাম সংস্করণে এটি পাওয়া যাবে। আর স্টোরেজ থাকবে ৬৪ জিবি। এছাড়া ব্যাকআপ দিতে থাকবে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
ফোনটি রেডমি নোট ৮ ও রেডমি নোট ৮এ নামে দুটি সংস্করণে বাজারে আসতে পারে। ইতোমধ্যে রেডমি নোট ৮ সিরিজের উৎপাদন শুরু হয়েছে বলেও জানা গেছে।