হ্যাকারের দল বা অন্য কোনো প্রতিষ্ঠান নয়, খোদ অ্যাপলের ভুলের কারণে আবারও নিরাপত্তা শঙ্কায় পড়েছে ‘আইওএস ১২.৩’ ও ‘আইওএস ১২.৪’ সংস্করণে চলা আইফোন ব্যবহারকারীরা।
প্রায় তিন মাস আগে আইওএস অপারেটিং সিস্টেমে এই নিরাপত্তা ত্রুটির সন্ধান মিলেছিল, যা কাজে লাগিয়ে দূর থেকেই আইফোনের ডিফল্ট সেটিং পরিবর্তনের পাশাপাশি তথ্যও চুরি করা সম্ভব। সে সময় দ্রুত বিষয়টির সমাধান করেছিল অ্যাপল।
কিন্তু এবার নিজেদের ভুলে সেই নিরাপত্তা সমাধান মুছে ফেলেছে প্রতিষ্ঠানটি। বিষয়টি জানতে পেরে যত দিন না ত্রুটিটির সমাধান উন্মুক্ত হবে, তত দিন অনলাইন থেকে কোনো অ্যাপ ডাউনলোড না করার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র : ডেইলি মেইল