সারা বিশ্বে গুগল ডুয়ো হলো একটি জনপ্রিয় ভিডিও কলিং পরিষেবা। গুগলের নিজস্ব অ্যাপ হওয়ার মানুষও যথেষ্ট ভরসার সাথে এটি ব্যবহার করে। এবার সার্চ ইঞ্জিন গুগল এই ভিডিও কলিং পরিষেবাকে আরো উন্নত করতে নতুন ফিচার যুক্ত করতে উদ্যোগী হলো।
রিপোর্ট অনুযায়ী এই ভিডিও কলিং অ্যাপে লো লাইট মোড ফিচার যুক্ত হচ্ছে। এরফলে এবার থেকে ভিডিও কলের সময় একদম কম আলোতেও একে ওপরের মুখ পরিষ্কার দেখা যাবে। গুগলের তরফ থেকে জানানো হয়েছে যখন এই ফিচারটি অ্যাপে সক্রিয় করা হবে তখন ফ্রেমে থাকা দুই ব্যক্তি আরো দৃশ্যমান হবে।
নতুন এই ফিচারটি তখনই সক্রিয় হবে যখন ফোন লো লাইট ডিটেক্ট করতে পারবে। এই সপ্তাহ থেকেই অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের জন্য লো লাইট মোড ফিচার আপডেট আসবে বলে গুগল থেকে জানানো হয়েছে। গুগলের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার, Niklas Blum জানিয়েছেন, ব্যবহারকারীরা অনেক সময় কম আলোর জন্য ভিডিও কল করতে পারেনা। তবে এবার থেকে সেই সমস্যা অনেকটাই সমাধান হবে।
আসলে গুগল ডুও তে লো লাইট মোড ফিচার আনার প্রধান উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষেকে এর সাথে যুক্ত করা। কারণ অনেকেই আছেন যারা বেশি ইলেক্ট্রিক বিল আসার ভয়ে সারা ঘরে একটাই বাল্ব ব্যবহার করেন । আবার অনেক জায়গা আছে যেখানে ভোল্টেজও ঠিক থাকেনা। তাই এই সমস্ত মানুষের জন্য লো লাইট মোড ফিচার যে বিশেষ সুবিধা দেবে তা বলার অপেক্ষা রাখেনা।