সম্প্রতি প্রায় সব স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা নিজেদের ৫জি স্মার্টফোন লঞ্চ করছে। সেই তালিকায় নতুন নাম ভিভো। বৃহস্পতিবার চিনে লঞ্চ হয়েছে ভিভো আইকিউ প্রো। এই ফোনে থাকছে ৪জি ও ৫জি সাপোর্ট।
ডুয়াল সিম আইকিউ প্রো ৫জি সংস্করণের একটি স্লটে থাকছে ৫জি কানেক্টিভিটি আর অন্য স্লটে থাকছে ৪জি কানেক্টিভিটি। ৪জি ভেরিয়েন্টে দুই স্লটেই ৪জি কানেক্টিভিটি থাকছে। কানেক্টিভিটি ছাড়া ভিভো আইকিউ প্রো ফোনের দুই ভেরিয়েন্টে অন্য কোন পার্থ্যক্য নেই। এই ফোনে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেম চলবে।
আইকিউ প্রো ফোনে থাকছে একটি ৬.৪১ ইঞ্চি এফএইচডি + সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস চিপসেট, ১২জিবি পর্যন্ত র্যাম আর ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি। সাথে থাকছে ৪৪ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট।
আইকিউ প্রো ফোনের পিছনে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য আইকিউ প্রো ফোনে একটি ১২ মেগাপিক্সেল ডুয়লা পিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে ভিভো।
এই ফোনে থাকছে একটি ইউএফএস ৩.৫ স্টোরেজ। কানেক্টিভিটির জন্য ৫জি ছাড়াও থাকছে ইউএফসি, ৩.৫ মিমি অডিও জ্যাক। এছাড়াও থাকছে হাই রেজ অডিও সাপোর্ট। ৪জি ভেরিয়েন্টে আইকিউ প্রো এর ওজন ২১৫ গ্রাম। অন্যদিকে ৫জি ভেরিয়েন্টে এই ফোনের ওজন ২১৭ গ্রাম।