স্মার্টফোনের বাজারে একসময় একটানা রাজত্ব করে বেড়িয়েছে নকিয়া। কিন্ত অ্যান্ড্রয়েডের কারণে তারা তাদের জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। তবে এখন তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তাদের সেই পুরনো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে।
আর এজন্য তারা এবার অ্যান্ড্রয়েড ওয়ান ফোন আনার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। যাতে ফোনগুলো সবসময় আপডেট পায় এবং ব্যবহারকারীদের চাহিদা মেটাতে পারে।
সম্প্রতি এইচএমডি গ্লোবাল ঘোষণা করেছে, তাদের সব ফোনই অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণ অ্যান্ড্রয়েড ১০ বা কিউ আপডেট পাবে।শুধু তাই নয়, তারা অনলাইনে একটি ইনফোগ্রাফিকও প্রকাশ করেছে। সেখানেই আপডেট দেবার বিষয়টি তারা নিশ্চিত করে।
নকিয়ার ব্যবহারকারীরা চলতি বছরের শেষ প্রান্তিক থেকেই অ্যান্ড্রয়েড ১০ আপডেট পেতে শুরু করবেন বলে ইনফোগ্রাফিকটি থেকে জানা গেছে।
সেখান থেকে আরও জানা গেছে, নকিয়া ৭.১, ৮.১ এবং নকিয়া ৯ পিওরভিউ অ্যান্ড্রয়েড ১০ আপডেট পাবে।
আর ২০২০ সালের জানুয়ারিতে নকিয়া ৬.১, ৬.১ প্লাস এবং নকিয়া ৭ আপডেটটি পাবে। আর নকিয়া ২.২, ৩.১ প্লাস, ৩.২ এবং ৪.২ ফেব্রুয়ারিতে এবং মার্চে নকিয়া ১ প্লাস, ৫.১ প্লাস এবং ৮ সিরোক্কো আপডেট পাবে। এবং বছরের শেষ প্রান্তিকে নকিয়া ২.১, ৩.১, ৫.১ এবং নকিয়া ১ অ্যান্ড্রয়েড ১০ আপডেট পাবে।